নিজস্ব প্রতিবেদক, ডালাস থেকে
তাসকিন আহমেদ পূর্ণ রানআপে বোলিং করবেন—গতকাল ডালাসে বিশ্রামের দিনে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল এতটুকুই। বৃষ্টি-বাদলার মধ্যে তাসকিন আর মূল মাঠের পাশে অনুশীলন করতে পারলেন না। তাঁকে নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির এক ইনডোরে।
ইনডোরে তাসকিন কাল তিন ওভার পূর্ণ রানআপে বোলিং করেছেন। বাংলাদেশ পেসার আর দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কথায় বোঝা গেল তাসকিনকে নিয়েই ৭ জুন (বাংলাদেশে ৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেস আক্রমণ সাজাবে। তবে এই ম্যাচে নেই শরীফুল ইসলাম।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁ হাতে ছয়টি সেলাই পড়ার পর শরীফুলের সেরে উঠতে ৭ থেকে ১০ দিন লাগবেই। শরীফুলের তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ। বায়েজিদ কাল সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
শরীফুলের বিশ্বকাপই শেষ কি না—এই প্রশ্নে এখনো আশা ছাড়ছেন না দলের ফিজিও, ‘এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। আশা করি শরীফুল পারবে।’
শরীফুলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় স্বস্তি, তাসকিন ফিরেছেন বোলিংয়ে। বায়েজিদ বললেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (শ্রীলঙ্কা ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’
তাসকিন আহমেদ পূর্ণ রানআপে বোলিং করবেন—গতকাল ডালাসে বিশ্রামের দিনে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল এতটুকুই। বৃষ্টি-বাদলার মধ্যে তাসকিন আর মূল মাঠের পাশে অনুশীলন করতে পারলেন না। তাঁকে নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির এক ইনডোরে।
ইনডোরে তাসকিন কাল তিন ওভার পূর্ণ রানআপে বোলিং করেছেন। বাংলাদেশ পেসার আর দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কথায় বোঝা গেল তাসকিনকে নিয়েই ৭ জুন (বাংলাদেশে ৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেস আক্রমণ সাজাবে। তবে এই ম্যাচে নেই শরীফুল ইসলাম।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁ হাতে ছয়টি সেলাই পড়ার পর শরীফুলের সেরে উঠতে ৭ থেকে ১০ দিন লাগবেই। শরীফুলের তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ। বায়েজিদ কাল সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
শরীফুলের বিশ্বকাপই শেষ কি না—এই প্রশ্নে এখনো আশা ছাড়ছেন না দলের ফিজিও, ‘এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। আশা করি শরীফুল পারবে।’
শরীফুলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় স্বস্তি, তাসকিন ফিরেছেন বোলিংয়ে। বায়েজিদ বললেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (শ্রীলঙ্কা ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে