ক্রীড়া ডেস্ক
দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও।
তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে।
টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি।
কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি।
টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।
দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও।
তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে।
টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি।
কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি।
টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৬ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে