ক্রীড়া ডেস্ক
সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের ঘটনা খুবই পরিচিত। যা খেলোয়াড়দের মানসিকভাবে অনেক প্রভাবিত করে। এই সমস্যা দূর করতেই আইসিসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু করেছে এরই মধ্যে। নারী ক্রিকেটাররাও এর সুফল পাওয়া শুরু করেছেন।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ব্যাপার চালু করেছে। সামাজিক মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবেই নতুন সফটওয়্যার আইসিসি চালু করেছে। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘গো বাবল’ প্রযুক্তি কোম্পানি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালু করে সুফল পাওয়া গেছে। আট দলের ৬০ ক্রিকেটারের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ১৪ লাখ ৯৫ হাজার ১৪৯ মন্তব্য বিশ্লেষণ করে দেখা হয়েছে। এদের মধ্যে ২ লাখ ৭১ হাজার মন্তব্যই ছিল বর্ণবাদী, লিঙ্গবৈষম্য, হোমোফোবিয়া ও অন্যান্য অপমানজনক মন্তব্য।
গো বাবল অ্যাপের কাজ হলো অপ্রয়োজনীয়, আপত্তিকর মন্তব্য খুঁজে বের করে সেগুলো ডিলিট করা। এমনকি যেসব বটে অপ্রাসঙ্গিক মন্তব্য পাওয়া যায়, সেগুলোও ডিলিট করে দিতে পারে। মন্তব্যগুলো যে ভাষারই হোক না কেন, সেগুলো শনাক্ত করতে পারে এই গো বাবল অ্যাপ। আইসিসির ডিজিটাল বিভাগের প্রধান ফিন ব্র্যাডশ ক্রিকইনফোকে বলেন, ‘নারীদের ক্রিকেটে যতটা সম্ভব অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা যায়, আইসিসির অন্যতম লক্ষ্য এটা। অসংখ্য নারীদের থেকে একাধিক গল্প শুনেছি। দুর্ভাগ্যজনকভাবে যখনই তারা ব্যাপারটি প্রকাশ্যে এনেছেন, সামাজিক মাধ্যমে আরও বেশি বাধার শিকার হয়েছেন।’
ব্র্যাডশ মনে করেন, কম বয়স্ক প্রতিভাবান নারী ক্রিকেটারদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের এসব বাজে ঘটনা বিরূপ প্রভাব ফেলবে। আইসিসির ডিজিটাল বিভাগের প্রধান বলেন, ‘কম বয়স্ক এক প্রতিভাবান নারী ক্রিকেটারের কথাই চিন্তা করুন। সে যখন দেখে, তাদের তারকা ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে এসব ঘটনার মধ্য দিয়ে যায়। তখন তো সে (কম বয়স্ক ক্রিকেটার) চিন্তা করবে, আমি এটা মোকাবিলা করতে পারব না। আমরা জানি যে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা অনেক বড় কিছু। সামাজিক মাধ্যম মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভয়ংকর হতে পারে। মেয়েরা যেন ক্রিকেট খেলার ব্যাপারে স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
দক্ষিণ আফ্রিকার নারী উইকেটরক্ষক ব্যাটার সিনালো জাফতা অন্যতম এক ক্রিকেটার, যিনি অনলাইনে হেনস্তার শিকার হয়েছেন এবং সেই সংগ্রামের গল্পগুলো প্রকাশ করেছেন। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জাফতা বলেছেন, ‘আমার জন্য এই সুরক্ষার ব্যাপারটা অনেক বড় কিছু। কারণ খেলোয়াড়েরা তাদের জীবনের ঘটনা কোনো রকম ভয়ভীতি বা সমালোচনার শিকার না হয়ে করতে পারে। খেলোয়াড়েরা মুক্তভাবে যেন বিশ্বে চলতে পারে, এমন ধরনের পরিবর্তন দেখতে মুখিয়ে আছি।’
মেয়েদের ক্রিকেটের নতুন ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) গতকাল প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো।
বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। এই চক্রে
আট সিরিজে ২৪ ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে।
সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের ঘটনা খুবই পরিচিত। যা খেলোয়াড়দের মানসিকভাবে অনেক প্রভাবিত করে। এই সমস্যা দূর করতেই আইসিসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু করেছে এরই মধ্যে। নারী ক্রিকেটাররাও এর সুফল পাওয়া শুরু করেছেন।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ব্যাপার চালু করেছে। সামাজিক মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবেই নতুন সফটওয়্যার আইসিসি চালু করেছে। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘গো বাবল’ প্রযুক্তি কোম্পানি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালু করে সুফল পাওয়া গেছে। আট দলের ৬০ ক্রিকেটারের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ১৪ লাখ ৯৫ হাজার ১৪৯ মন্তব্য বিশ্লেষণ করে দেখা হয়েছে। এদের মধ্যে ২ লাখ ৭১ হাজার মন্তব্যই ছিল বর্ণবাদী, লিঙ্গবৈষম্য, হোমোফোবিয়া ও অন্যান্য অপমানজনক মন্তব্য।
গো বাবল অ্যাপের কাজ হলো অপ্রয়োজনীয়, আপত্তিকর মন্তব্য খুঁজে বের করে সেগুলো ডিলিট করা। এমনকি যেসব বটে অপ্রাসঙ্গিক মন্তব্য পাওয়া যায়, সেগুলোও ডিলিট করে দিতে পারে। মন্তব্যগুলো যে ভাষারই হোক না কেন, সেগুলো শনাক্ত করতে পারে এই গো বাবল অ্যাপ। আইসিসির ডিজিটাল বিভাগের প্রধান ফিন ব্র্যাডশ ক্রিকইনফোকে বলেন, ‘নারীদের ক্রিকেটে যতটা সম্ভব অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা যায়, আইসিসির অন্যতম লক্ষ্য এটা। অসংখ্য নারীদের থেকে একাধিক গল্প শুনেছি। দুর্ভাগ্যজনকভাবে যখনই তারা ব্যাপারটি প্রকাশ্যে এনেছেন, সামাজিক মাধ্যমে আরও বেশি বাধার শিকার হয়েছেন।’
ব্র্যাডশ মনে করেন, কম বয়স্ক প্রতিভাবান নারী ক্রিকেটারদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের এসব বাজে ঘটনা বিরূপ প্রভাব ফেলবে। আইসিসির ডিজিটাল বিভাগের প্রধান বলেন, ‘কম বয়স্ক এক প্রতিভাবান নারী ক্রিকেটারের কথাই চিন্তা করুন। সে যখন দেখে, তাদের তারকা ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে এসব ঘটনার মধ্য দিয়ে যায়। তখন তো সে (কম বয়স্ক ক্রিকেটার) চিন্তা করবে, আমি এটা মোকাবিলা করতে পারব না। আমরা জানি যে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা অনেক বড় কিছু। সামাজিক মাধ্যম মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভয়ংকর হতে পারে। মেয়েরা যেন ক্রিকেট খেলার ব্যাপারে স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
দক্ষিণ আফ্রিকার নারী উইকেটরক্ষক ব্যাটার সিনালো জাফতা অন্যতম এক ক্রিকেটার, যিনি অনলাইনে হেনস্তার শিকার হয়েছেন এবং সেই সংগ্রামের গল্পগুলো প্রকাশ করেছেন। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জাফতা বলেছেন, ‘আমার জন্য এই সুরক্ষার ব্যাপারটা অনেক বড় কিছু। কারণ খেলোয়াড়েরা তাদের জীবনের ঘটনা কোনো রকম ভয়ভীতি বা সমালোচনার শিকার না হয়ে করতে পারে। খেলোয়াড়েরা মুক্তভাবে যেন বিশ্বে চলতে পারে, এমন ধরনের পরিবর্তন দেখতে মুখিয়ে আছি।’
মেয়েদের ক্রিকেটের নতুন ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) গতকাল প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো।
বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। এই চক্রে
আট সিরিজে ২৪ ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে