ক্রীড়া ডেস্ক
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে