নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক খেলোয়াড়ের শুরুটা দুর্দান্ত হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটা ধরে রাখতে পারেন না। সফল ক্রিকেটাররা যেমন প্রশংসায় ভাসেন, তেমনি ব্যর্থদের নিয়ে চলে সমালোচনা। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের মতে দ্রুত কাউকে বিচার করা ঠিক না।
সালাহউদ্দিনের বিসিবিতে সহকারী কোচের দায়িত্বের কেবল এক সপ্তাহ হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইনডোরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলন করছেন। আজও তিনি মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, এবং তাইজুল ইসলামদের সাথে আলাদা আলাদা কাজ করেছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাহউদ্দিন বলেন, ‘আপনারা কাউকে দ্রুত নায়ক বানাবেন না। আবার দ্রুত কাউকে ভিলেনও বানাবেন না। প্রতিটি খেলোয়াড় অনেক পরিশ্রম ও সংগ্রামের পর দলে জায়গা করে নেয়। আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকেরই একটু সময় লাগে। আবার কেউ কেউ শুরুতেই সাফল্য পেয়ে যায়। তখন গণমাধ্যম তাদের দ্রুত নায়ক বানিয়ে ফেলে। কিন্তু সবার সময় এবং পরিস্থিতি একরকম নয়।’
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সাম্প্রতিক সময়ে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতিপক্ষের বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না। সালাহউদ্দিনও এই সমস্যার সুনির্দিষ্ট সমাধান খুঁজে পাননি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমার কাছে তাদের ব্যর্থতার কারণটা পুরোপুরি স্পষ্ট নয়। আমার কাছে তারা সবাই খুব মেধাবী। আমি তাদের সাথে এখনও সরাসরি কাজ শুরু করিনি, তবে যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে সমস্যা খুঁজে বের করার চেয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটাপে সালাহউদ্দিন যুক্ত হয়েছেন ১৪ বছর পর। লম্বা সময় পর বিসিবিতে ফিরে আসার অনুভূতি কেমন? সালাহউদ্দিন বলেন, ‘আমার আসলে কোনো বিশেষ অনুভূতি নেই। এটা আমার পেশা। আমি যে জার্সিতেই থাকি না কেন, ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি। পেশাদার কোচ হিসেবে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।যতদিন কাজ করি, চেষ্টার ত্রুটি রাখব না।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক খেলোয়াড়ের শুরুটা দুর্দান্ত হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটা ধরে রাখতে পারেন না। সফল ক্রিকেটাররা যেমন প্রশংসায় ভাসেন, তেমনি ব্যর্থদের নিয়ে চলে সমালোচনা। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের মতে দ্রুত কাউকে বিচার করা ঠিক না।
সালাহউদ্দিনের বিসিবিতে সহকারী কোচের দায়িত্বের কেবল এক সপ্তাহ হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইনডোরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলন করছেন। আজও তিনি মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, এবং তাইজুল ইসলামদের সাথে আলাদা আলাদা কাজ করেছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাহউদ্দিন বলেন, ‘আপনারা কাউকে দ্রুত নায়ক বানাবেন না। আবার দ্রুত কাউকে ভিলেনও বানাবেন না। প্রতিটি খেলোয়াড় অনেক পরিশ্রম ও সংগ্রামের পর দলে জায়গা করে নেয়। আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকেরই একটু সময় লাগে। আবার কেউ কেউ শুরুতেই সাফল্য পেয়ে যায়। তখন গণমাধ্যম তাদের দ্রুত নায়ক বানিয়ে ফেলে। কিন্তু সবার সময় এবং পরিস্থিতি একরকম নয়।’
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সাম্প্রতিক সময়ে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতিপক্ষের বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না। সালাহউদ্দিনও এই সমস্যার সুনির্দিষ্ট সমাধান খুঁজে পাননি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমার কাছে তাদের ব্যর্থতার কারণটা পুরোপুরি স্পষ্ট নয়। আমার কাছে তারা সবাই খুব মেধাবী। আমি তাদের সাথে এখনও সরাসরি কাজ শুরু করিনি, তবে যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে সমস্যা খুঁজে বের করার চেয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটাপে সালাহউদ্দিন যুক্ত হয়েছেন ১৪ বছর পর। লম্বা সময় পর বিসিবিতে ফিরে আসার অনুভূতি কেমন? সালাহউদ্দিন বলেন, ‘আমার আসলে কোনো বিশেষ অনুভূতি নেই। এটা আমার পেশা। আমি যে জার্সিতেই থাকি না কেন, ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি। পেশাদার কোচ হিসেবে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।যতদিন কাজ করি, চেষ্টার ত্রুটি রাখব না।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে