নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খুব একটা খারাপ করেননি। কম-বেশি আলো ছড়িয়েছেন দুই সংস্করণের টুর্নামেন্টেই। ইমরুল কায়েস রান পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিপিএল)। কিন্তু এই পারফরম্যান্স টলাতে পারছে না নির্বাচকদের মন। নির্বাচকদের ভাবনার বেশ দূরেই আছেন তিনি। এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের ব্যাপারটাও অনেকটা একই।
শেষ দুজনের পারফরম্যান্স অবশ্য অতটা ধারাবাহিক নয়। কিন্তু ইমরুল যেভাবে রান করেছেন সেটা জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি রাখে। সাদা বলের ক্রিকেটে বাঁহাতি ওপেনারের শেষ ৮টি ইনিংসে আছে তিনটি হাফ সেঞ্চুরি। সবশেষটি গত বৃহস্পতিবার। বিপিএলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে ফেরায় ইমরুল রেখেছেন মুখ্য অবদান।
কিন্তু জাতীয় দলে ফিরতে তাঁর এই পারফরম্যান্স যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। কিন্তু ও অনেক দিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে (ইমরুলের পারফরম্যান্স) আপ টু দ্য মার্ক না।’
রাজ্জাকের কথায় মনে হতে পারে, ইমরুল অনেক দিন ধরে অফ-ফর্মে আছেন। আর বিপিএলে কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। তিন ম্যাচে করেছেন ১৬৫ রান। এর মধ্যে শেষ দুটিতে করেছেন ফিফটি। ওয়ালটন মধ্যাঞ্চলের স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের ৭১ ও ৬৯ রানের ইনিংসের কার্যকারিতা অনেক।
বিসিএল টেস্ট সংস্করণটা অবশ্য ভালো কাটেনি ইমরুলের। তিন ম্যাচে ছয় ইনিংসে করেছেন ১৫০ রান। পাননি কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি। বাংলাদেশ টেস্ট দলে ফিরতে এই পারফরম্যান্স অবশ্যই যথেষ্ট নয়। তবে সাদা বলের দুই সংস্করণে অন্তত নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল। কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারেকাছেও নেই ইমরুল। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনারের ফেরার পথ যে কতটা দুর্গম সেটা বোঝাই যাচ্ছে।
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খুব একটা খারাপ করেননি। কম-বেশি আলো ছড়িয়েছেন দুই সংস্করণের টুর্নামেন্টেই। ইমরুল কায়েস রান পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিপিএল)। কিন্তু এই পারফরম্যান্স টলাতে পারছে না নির্বাচকদের মন। নির্বাচকদের ভাবনার বেশ দূরেই আছেন তিনি। এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের ব্যাপারটাও অনেকটা একই।
শেষ দুজনের পারফরম্যান্স অবশ্য অতটা ধারাবাহিক নয়। কিন্তু ইমরুল যেভাবে রান করেছেন সেটা জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি রাখে। সাদা বলের ক্রিকেটে বাঁহাতি ওপেনারের শেষ ৮টি ইনিংসে আছে তিনটি হাফ সেঞ্চুরি। সবশেষটি গত বৃহস্পতিবার। বিপিএলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে ফেরায় ইমরুল রেখেছেন মুখ্য অবদান।
কিন্তু জাতীয় দলে ফিরতে তাঁর এই পারফরম্যান্স যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। কিন্তু ও অনেক দিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে (ইমরুলের পারফরম্যান্স) আপ টু দ্য মার্ক না।’
রাজ্জাকের কথায় মনে হতে পারে, ইমরুল অনেক দিন ধরে অফ-ফর্মে আছেন। আর বিপিএলে কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। তিন ম্যাচে করেছেন ১৬৫ রান। এর মধ্যে শেষ দুটিতে করেছেন ফিফটি। ওয়ালটন মধ্যাঞ্চলের স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের ৭১ ও ৬৯ রানের ইনিংসের কার্যকারিতা অনেক।
বিসিএল টেস্ট সংস্করণটা অবশ্য ভালো কাটেনি ইমরুলের। তিন ম্যাচে ছয় ইনিংসে করেছেন ১৫০ রান। পাননি কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি। বাংলাদেশ টেস্ট দলে ফিরতে এই পারফরম্যান্স অবশ্যই যথেষ্ট নয়। তবে সাদা বলের দুই সংস্করণে অন্তত নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল। কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারেকাছেও নেই ইমরুল। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনারের ফেরার পথ যে কতটা দুর্গম সেটা বোঝাই যাচ্ছে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২১ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে