নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছরের পথচলা আজ শেষ হলো নাজমুল হাসান পাপনের। নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। সভাপতি হয়েই দেশের ক্রিকেটের গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ফারুক।
বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপন। পাপনের পরিবর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রথম পছন্দ’ ফারুক বিসিবির ১৫ তম সভাপতি। সচিবালয়ে জরুরি সভা শেষে লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বিসিবির মিডিয়া টিমকে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধানতম কাজ দেশের ক্রিকেটের সম্মান ফিরিয়ে আনা। দেশের মুখ উজ্জ্বল করা।’
উপমহাদেশের ক্রিকেট দলের পারফরম্যান্সে সামাজিক মাধ্যমের প্রভাব পড়া নতুন কিছু নয়। ভালো পারফরম্যান্সে যেমন একের পর এক প্রশংসা কুড়োয় দল, তেমনি বাজে সময়ে নেটিজেনরা দলকে নিয়ে বিদ্রুপ করতেও বিন্দুমাত্র ভাবেন না। বোর্ড সভাপতির দিকেই বেশির ভাগ সময় ধেয়ে আসে সমালোচনার তির। ফারুক যেন তেমন কথাই বলতে চেয়েছেন আজ সচিবালয়ে, ‘আমরা যেন পথভ্রষ্ট না হই। মদ্দা কথা, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথম বোর্ড সভাপতি এই ফারুক। আপাতত ফারুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। বাংলাদেশ সময় বেলা ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিসিবিতে কাজ করা সাবেক অধিনায়ক ফারুকের জন্য নতুন নয়। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রথম মেয়াদ ছিল সাফল্যময়। তিনি প্রধান নির্বাচক থাকাকালীন বাংলাদেশ ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথম পর্বের গণ্ডি পেরিয়েছিল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো দেশের উজ্জ্বল সব তারকার আগমন তিনি প্রধান নির্বাচক থাকার সময়েই।
বিসিবির প্রধান নির্বাচকের পদটি ২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো অলংকৃত করেন ফারুক। ২০১৬ সালের জুন পর্যন্ত এই দায়িত্ব চালিয়ে যান তিনি। এ সময়েও বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেরা সময় কাটায়। তবে বিতর্কিত দ্বিস্তর বিশিষ্ট দল নির্বাচন পদ্ধতির প্রতিবাদে ফারুক ২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছরের পথচলা আজ শেষ হলো নাজমুল হাসান পাপনের। নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। সভাপতি হয়েই দেশের ক্রিকেটের গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ফারুক।
বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপন। পাপনের পরিবর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রথম পছন্দ’ ফারুক বিসিবির ১৫ তম সভাপতি। সচিবালয়ে জরুরি সভা শেষে লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বিসিবির মিডিয়া টিমকে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধানতম কাজ দেশের ক্রিকেটের সম্মান ফিরিয়ে আনা। দেশের মুখ উজ্জ্বল করা।’
উপমহাদেশের ক্রিকেট দলের পারফরম্যান্সে সামাজিক মাধ্যমের প্রভাব পড়া নতুন কিছু নয়। ভালো পারফরম্যান্সে যেমন একের পর এক প্রশংসা কুড়োয় দল, তেমনি বাজে সময়ে নেটিজেনরা দলকে নিয়ে বিদ্রুপ করতেও বিন্দুমাত্র ভাবেন না। বোর্ড সভাপতির দিকেই বেশির ভাগ সময় ধেয়ে আসে সমালোচনার তির। ফারুক যেন তেমন কথাই বলতে চেয়েছেন আজ সচিবালয়ে, ‘আমরা যেন পথভ্রষ্ট না হই। মদ্দা কথা, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথম বোর্ড সভাপতি এই ফারুক। আপাতত ফারুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। বাংলাদেশ সময় বেলা ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিসিবিতে কাজ করা সাবেক অধিনায়ক ফারুকের জন্য নতুন নয়। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রথম মেয়াদ ছিল সাফল্যময়। তিনি প্রধান নির্বাচক থাকাকালীন বাংলাদেশ ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথম পর্বের গণ্ডি পেরিয়েছিল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো দেশের উজ্জ্বল সব তারকার আগমন তিনি প্রধান নির্বাচক থাকার সময়েই।
বিসিবির প্রধান নির্বাচকের পদটি ২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো অলংকৃত করেন ফারুক। ২০১৬ সালের জুন পর্যন্ত এই দায়িত্ব চালিয়ে যান তিনি। এ সময়েও বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেরা সময় কাটায়। তবে বিতর্কিত দ্বিস্তর বিশিষ্ট দল নির্বাচন পদ্ধতির প্রতিবাদে ফারুক ২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৪ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে