ক্রীড়া ডেস্ক
১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে