ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময়ই ভারত ঘোষণা করে অস্ট্রেলিয়া সিরিজের দল। এবার যখন দরজায় কড়া নাড়ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়াও টেস্টের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলে রয়েছে চমক।
ভারত পাঁচ ম্যাচ সিরিজের দল দিলেও অস্ট্রেলিয়া দিয়েছে এক ম্যাচের। প্যাট কামিন্সকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া আজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাথান ম্যাকসুইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে করেছেন ২২৫২ রান। গড় ৩৮.১৬। ৬ সেঞ্চুরির পাশাপাশি করেন ১২ ফিফটি। ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের জার্সিতে একটা ফিফটিও রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
জশ ইংলিশ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্ট তাঁর খেলা হয়নি। তিনিও আছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে। বাকি ১১ ক্রিকেটারই পরিচিত মুখ।অধিনায়ক কামিন্সের সঙ্গে পেস আক্রমণে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ উসমান খাজা, স্টিভ স্মিথের সঙ্গে থাকছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশানের মতো তারকারা। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ম্যাকসুইনির অভিষেক হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে ম্যাকসুইনি কোথায় ব্যাটিং করবেন? কারণ ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনি কখনো ওপেনিংয়ে, কখনো চার নম্বরে ব্যাটিং করেছিলেন।
পার্থে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে উসমান খাজা, ম্যাকসুইনির ওপেনিংয়ে থাকার সম্ভাবনা বেশি। আবার হেডও ওপেনিং করতে পারেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি টপ অর্ডারে ব্যাটিং করলেও টেস্টে সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করেন। এমনটা হলে মারনাস লাবুশানে অথবা মিচেল মার্শের যেকোনো একজনের একাদশ থেকে জায়গা হারাতে হবে। উইকেটরক্ষক ব্যাটার ইংলিস টেস্ট দলে থাকলেও পার্থ টেস্টের একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ অ্যালেক্স ক্যারি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে তাঁর জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। দলে একমাত্র স্বীকৃত স্পিনার নাথান লায়ন। খণ্ডকালীন স্পিনার হিসেবে হেড, স্মিথও কার্যকরী হতে পারেন।
২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবারাত্রির। অ্যাডিলেড ওভালে গোলাপী বলের ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সিরিজের শেষ তিন টেস্টের ভেন্যু ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময়ই ভারত ঘোষণা করে অস্ট্রেলিয়া সিরিজের দল। এবার যখন দরজায় কড়া নাড়ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়াও টেস্টের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলে রয়েছে চমক।
ভারত পাঁচ ম্যাচ সিরিজের দল দিলেও অস্ট্রেলিয়া দিয়েছে এক ম্যাচের। প্যাট কামিন্সকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া আজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাথান ম্যাকসুইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে করেছেন ২২৫২ রান। গড় ৩৮.১৬। ৬ সেঞ্চুরির পাশাপাশি করেন ১২ ফিফটি। ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের জার্সিতে একটা ফিফটিও রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
জশ ইংলিশ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্ট তাঁর খেলা হয়নি। তিনিও আছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে। বাকি ১১ ক্রিকেটারই পরিচিত মুখ।অধিনায়ক কামিন্সের সঙ্গে পেস আক্রমণে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ উসমান খাজা, স্টিভ স্মিথের সঙ্গে থাকছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশানের মতো তারকারা। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ম্যাকসুইনির অভিষেক হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে ম্যাকসুইনি কোথায় ব্যাটিং করবেন? কারণ ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনি কখনো ওপেনিংয়ে, কখনো চার নম্বরে ব্যাটিং করেছিলেন।
পার্থে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে উসমান খাজা, ম্যাকসুইনির ওপেনিংয়ে থাকার সম্ভাবনা বেশি। আবার হেডও ওপেনিং করতে পারেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি টপ অর্ডারে ব্যাটিং করলেও টেস্টে সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করেন। এমনটা হলে মারনাস লাবুশানে অথবা মিচেল মার্শের যেকোনো একজনের একাদশ থেকে জায়গা হারাতে হবে। উইকেটরক্ষক ব্যাটার ইংলিস টেস্ট দলে থাকলেও পার্থ টেস্টের একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ অ্যালেক্স ক্যারি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে তাঁর জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। দলে একমাত্র স্বীকৃত স্পিনার নাথান লায়ন। খণ্ডকালীন স্পিনার হিসেবে হেড, স্মিথও কার্যকরী হতে পারেন।
২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবারাত্রির। অ্যাডিলেড ওভালে গোলাপী বলের ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সিরিজের শেষ তিন টেস্টের ভেন্যু ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে