ক্রীড়া ডেস্ক
ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। কখনো এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। কখনোবা থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে দিয়ে আসছেন তাঁরা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেললেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তাঁরা।
লিটন-শান্ত ব্যর্থতা হলেও ছন্দে আছেন তাওহীদ হৃদয়। প্রথম দুই টি-টোয়েন্টিতে হৃদয়ের উইকেটই ফেলতে পারেনি জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিকও। প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়েকে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে টস হারার পর আজ জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ২২ রান। চতুর্থ ওভারে ব্লেসিং মুজারাবানি কৌশলেই লিটনকে পরাস্ত করেছেন। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মুজারাবানিকে টানা দুইবার স্কুপ করতে যেয়েও কাজে লাগাতে পারেননি। তৃতীয়বারের স্কুপ করতে গিয়ে উইকেট খুইয়েছেন লিটন। ওভারের চতুর্থ বলে লিটনের স্কুপ আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ১৫ বলে ২ চারে ১২ রানে আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার।
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন শান্ত। পঞ্চম ওভারের প্রথম বলে রাজাকে রিভার্স সুইপ করে ব্যাকওয়ার্ড পয়েন্ট ও এক্সট্রা কাভারের মাঝ দিয়ে চার মারেন শান্ত। তবে বাংলাদেশ অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। ওভারটির চতুর্থ বলে শান্তকে বোল্ড করেন রাজা। ৪ বলে ১ চারে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক। লিটন-শান্তর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ২ উইকেটে ২৯ রান।
চারে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে হৃদয়ের জুটিটা জমে উঠতে থাকে। তখনই বাদ সাধেন ফারাজ আকরাম। নবম ওভারের শেষ বলে ফারাজকে লেগ সাইডে তুলে মারতে যান তানজিদ তামিম। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ডিপ মিড উইকেটে তালুবন্দী করেছেন ক্লাইভ মাদান্দে। ২২ বলে ১ চার ও ১ ছক্কায় তানজিদ তামিম করেন ২১ রান। ৯ ওভারে বাংলাদেশের স্কোর যখন ৩ উইকেটে ৬০ রান, তখন ব্যাটিংয়ে নামেন জাকের।
চতুর্থ উইকেটে জুটি গড়ার শুরুতে জাকেরকে নিয়ে সাবধানে এগোতে থাকেন হৃদয়। এরই মধ্যে ১১তম ওভারের প্রথম বলে রাজাকে চার মারেন জাকের। জিম্বাবুয়ে অধিনায়কের ওপরই চড়াও হয়েছেন হৃদয় ও জাকের। ১৩তম ওভারে রাজার ওভার থেকে বাংলাদেশ নেয় ১৬ রান। চতুর্থ বলে লংঅন দিয়ে উড়িয়ে মারেন জাকের। ওভারের শেষ বলে হৃদয়ের ছক্কার ঠিকানা হয় কাউ কর্নার এলাকা। এখান থেকেই রান তোলার গতি বাড়াতে থাকেন হৃদয় ও শান্ত। ১৪ থেকে ১৬—এই তিন ওভারে বাংলাদেশ মেরেছে তিন চার ও এক ছক্কা। যেখানে জাকের মারেন দুই চার। একটি করে চার ও ছক্কা মারেন হৃদয়। যার মধ্যে ১৫তম ওভারের পঞ্চম বলে জাকের যে চার মেরেছেন, সেটা জিম্বাবুয়ের ফিল্ডারদের ভুলেই হয়েছে। লুক জংগুয়েকে মিড উইকেট দিয়ে তুলে মারতে যান জাকের। সীমানার কাছে জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট শুধু একে অপরের দিকে তাকিয়েই ছিলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ফিফটি হৃদয় তুলে নিয়েছেন ৩৪ বলে। ১৮তম ওভারের প্রথম বলে জংগুয়েকে কাভারে ঠেলে ফিফটি পেয়ে যান হৃদয়। চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রানের জুটি গড়েন হৃদয় ও জাকের।১৯তম ওভারের তৃতীয় বলে হৃদয়কে বোল্ড করেন মুজারাবানি। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় হৃদয় করেন ৫৭ রান। একই ওভারের পঞ্চম বলে জাকেরকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মুজারাবানি। জাকের অবশ্য ফিফটি পাননি। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় জাকের করেন ৪৪ রান। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট—জিম্বাবুয়ের সেরা বোলার তিনিই। শেষ ওভারে ৩ চারে বাংলাদেশ ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৬৫ রান। ফারাজ আকরামের করা ওভার থেকে একটি চার মারেন রিশাদ ও মাহমুদউল্লাহ মারেন ২ চার।
ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। কখনো এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। কখনোবা থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে দিয়ে আসছেন তাঁরা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেললেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তাঁরা।
লিটন-শান্ত ব্যর্থতা হলেও ছন্দে আছেন তাওহীদ হৃদয়। প্রথম দুই টি-টোয়েন্টিতে হৃদয়ের উইকেটই ফেলতে পারেনি জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিকও। প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়েকে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে টস হারার পর আজ জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ২২ রান। চতুর্থ ওভারে ব্লেসিং মুজারাবানি কৌশলেই লিটনকে পরাস্ত করেছেন। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মুজারাবানিকে টানা দুইবার স্কুপ করতে যেয়েও কাজে লাগাতে পারেননি। তৃতীয়বারের স্কুপ করতে গিয়ে উইকেট খুইয়েছেন লিটন। ওভারের চতুর্থ বলে লিটনের স্কুপ আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ১৫ বলে ২ চারে ১২ রানে আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার।
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন শান্ত। পঞ্চম ওভারের প্রথম বলে রাজাকে রিভার্স সুইপ করে ব্যাকওয়ার্ড পয়েন্ট ও এক্সট্রা কাভারের মাঝ দিয়ে চার মারেন শান্ত। তবে বাংলাদেশ অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। ওভারটির চতুর্থ বলে শান্তকে বোল্ড করেন রাজা। ৪ বলে ১ চারে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক। লিটন-শান্তর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ২ উইকেটে ২৯ রান।
চারে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে হৃদয়ের জুটিটা জমে উঠতে থাকে। তখনই বাদ সাধেন ফারাজ আকরাম। নবম ওভারের শেষ বলে ফারাজকে লেগ সাইডে তুলে মারতে যান তানজিদ তামিম। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ডিপ মিড উইকেটে তালুবন্দী করেছেন ক্লাইভ মাদান্দে। ২২ বলে ১ চার ও ১ ছক্কায় তানজিদ তামিম করেন ২১ রান। ৯ ওভারে বাংলাদেশের স্কোর যখন ৩ উইকেটে ৬০ রান, তখন ব্যাটিংয়ে নামেন জাকের।
চতুর্থ উইকেটে জুটি গড়ার শুরুতে জাকেরকে নিয়ে সাবধানে এগোতে থাকেন হৃদয়। এরই মধ্যে ১১তম ওভারের প্রথম বলে রাজাকে চার মারেন জাকের। জিম্বাবুয়ে অধিনায়কের ওপরই চড়াও হয়েছেন হৃদয় ও জাকের। ১৩তম ওভারে রাজার ওভার থেকে বাংলাদেশ নেয় ১৬ রান। চতুর্থ বলে লংঅন দিয়ে উড়িয়ে মারেন জাকের। ওভারের শেষ বলে হৃদয়ের ছক্কার ঠিকানা হয় কাউ কর্নার এলাকা। এখান থেকেই রান তোলার গতি বাড়াতে থাকেন হৃদয় ও শান্ত। ১৪ থেকে ১৬—এই তিন ওভারে বাংলাদেশ মেরেছে তিন চার ও এক ছক্কা। যেখানে জাকের মারেন দুই চার। একটি করে চার ও ছক্কা মারেন হৃদয়। যার মধ্যে ১৫তম ওভারের পঞ্চম বলে জাকের যে চার মেরেছেন, সেটা জিম্বাবুয়ের ফিল্ডারদের ভুলেই হয়েছে। লুক জংগুয়েকে মিড উইকেট দিয়ে তুলে মারতে যান জাকের। সীমানার কাছে জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট শুধু একে অপরের দিকে তাকিয়েই ছিলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ফিফটি হৃদয় তুলে নিয়েছেন ৩৪ বলে। ১৮তম ওভারের প্রথম বলে জংগুয়েকে কাভারে ঠেলে ফিফটি পেয়ে যান হৃদয়। চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রানের জুটি গড়েন হৃদয় ও জাকের।১৯তম ওভারের তৃতীয় বলে হৃদয়কে বোল্ড করেন মুজারাবানি। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় হৃদয় করেন ৫৭ রান। একই ওভারের পঞ্চম বলে জাকেরকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মুজারাবানি। জাকের অবশ্য ফিফটি পাননি। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় জাকের করেন ৪৪ রান। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট—জিম্বাবুয়ের সেরা বোলার তিনিই। শেষ ওভারে ৩ চারে বাংলাদেশ ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৬৫ রান। ফারাজ আকরামের করা ওভার থেকে একটি চার মারেন রিশাদ ও মাহমুদউল্লাহ মারেন ২ চার।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
২ ঘণ্টা আগেথামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
৩ ঘণ্টা আগে