ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যেন সাকিব আল হাসানের সঙ্গে লুকোচুরি খেলছে। একবার হারাচ্ছেন তো আরেকবার ফেরত পাচ্ছেন সেই সিংহাসন। ফেরত পাওয়ার এক সপ্তাহ পর আবার সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর আজ দ্বিতীয় দফায় সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখে গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ২০৮। এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না তিনি। দুই ম্যাচ খেলে ৬১.১১ স্ট্রাইকরেট ও ৫.৫ গড়ে করেছেন ১১ রান। ৯ ইকোনমিতে বোলিং করলেও উইকেটশূন্য। এমন হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব যে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে, তা আর না বললেও চলছে।
সাকিবের হারানো সিংহাসন এবার দখল করেছেন মোহাম্মদ নবী। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। দুই ম্যাচে ১৪ রান করলেও বোলিংয়ে দুর্দান্ত তিনি। ৪.৮০ ইকোনমিতে ২ উইকেট পেয়েছেন আফগান অলরাউন্ডার। তিন ধাপ এগোনো মার্কাস স্টয়নিস এখন আছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে। স্টয়নিসের রেটিং পয়েন্ট ২২৫। ওমানের বিপক্ষে গত ৫ জুন অলরাউন্ড পারফরম্যান্স করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। আরও এক ধাপ পিছিয়ে ২১৬ রেটিং পয়েন্ট ওয়ানিন্দু হাসারাঙ্গা এখন তিনে। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনো পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। বোলিংয়ে ৭.৩৬ ইকোনমিতে নেন ৪ উইকেট। ফ্লোরিডায় আজ শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হাসারাঙ্গার খেলার সুযোগ হয়নি।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন হাসারাঙ্গা। এখানে তাঁর রেটিং পয়েন্ট ৬৭৬। ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে এখনো এক নম্বর বোলার আদিল রশিদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে থাকায় র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন দুই আফগান রশিদ খান ও ফজলহক ফারুকি। চার ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রশিদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। চলমান বিশ্বকাপে ৩.৬২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। ছয় ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন ফারুকি। ৯ উইকেট নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি এখনো পর্যন্ত আফগান বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট চলমান বিশ্বকাপেই নিয়েছেন তিনি। সমান ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে চারে এনরিখ নরকিয়া। তিনি এগিয়েছেন চার ধাপ। লঙ্কানদের বিপক্ষে এবার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ৭ রানে নেন ৪ উইকেট। নরকিয়ার এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।
৮৩৭ ও ৮০০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে সূর্যকুমার যাদব ও ফিল সল্ট। তবে সূর্যকুমার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এক ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন বাবর আজম। ৩০ গড় ও ১০৪.৬৫ স্ট্রাইকরেটে চলমান বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক করেছেন ৯০ রান।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যেন সাকিব আল হাসানের সঙ্গে লুকোচুরি খেলছে। একবার হারাচ্ছেন তো আরেকবার ফেরত পাচ্ছেন সেই সিংহাসন। ফেরত পাওয়ার এক সপ্তাহ পর আবার সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর আজ দ্বিতীয় দফায় সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখে গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ২০৮। এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না তিনি। দুই ম্যাচ খেলে ৬১.১১ স্ট্রাইকরেট ও ৫.৫ গড়ে করেছেন ১১ রান। ৯ ইকোনমিতে বোলিং করলেও উইকেটশূন্য। এমন হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব যে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে, তা আর না বললেও চলছে।
সাকিবের হারানো সিংহাসন এবার দখল করেছেন মোহাম্মদ নবী। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। দুই ম্যাচে ১৪ রান করলেও বোলিংয়ে দুর্দান্ত তিনি। ৪.৮০ ইকোনমিতে ২ উইকেট পেয়েছেন আফগান অলরাউন্ডার। তিন ধাপ এগোনো মার্কাস স্টয়নিস এখন আছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে। স্টয়নিসের রেটিং পয়েন্ট ২২৫। ওমানের বিপক্ষে গত ৫ জুন অলরাউন্ড পারফরম্যান্স করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। আরও এক ধাপ পিছিয়ে ২১৬ রেটিং পয়েন্ট ওয়ানিন্দু হাসারাঙ্গা এখন তিনে। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনো পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। বোলিংয়ে ৭.৩৬ ইকোনমিতে নেন ৪ উইকেট। ফ্লোরিডায় আজ শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হাসারাঙ্গার খেলার সুযোগ হয়নি।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন হাসারাঙ্গা। এখানে তাঁর রেটিং পয়েন্ট ৬৭৬। ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে এখনো এক নম্বর বোলার আদিল রশিদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে থাকায় র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন দুই আফগান রশিদ খান ও ফজলহক ফারুকি। চার ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রশিদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। চলমান বিশ্বকাপে ৩.৬২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। ছয় ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন ফারুকি। ৯ উইকেট নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি এখনো পর্যন্ত আফগান বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট চলমান বিশ্বকাপেই নিয়েছেন তিনি। সমান ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে চারে এনরিখ নরকিয়া। তিনি এগিয়েছেন চার ধাপ। লঙ্কানদের বিপক্ষে এবার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ৭ রানে নেন ৪ উইকেট। নরকিয়ার এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।
৮৩৭ ও ৮০০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে সূর্যকুমার যাদব ও ফিল সল্ট। তবে সূর্যকুমার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এক ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন বাবর আজম। ৩০ গড় ও ১০৪.৬৫ স্ট্রাইকরেটে চলমান বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক করেছেন ৯০ রান।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে