ক্রীড়া ডেস্ক
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট হবে আগামীকাল। টুর্নামেন্টের ১১তম সংস্করণ জাঁকজমক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকাল থেকে বিসিবিতে চলে সেনাবাহিনীর বিভিন্ন নিরাপত্তা মহড়া। বেলা ১১টার দিকে বিসিবি কার্যালয়ে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তারপর সংবাদ সম্মেলনে কথা বলেন আসিফ মাহমুদ ও ফারুক আহমেদ। বিপিএলের মান নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলে এটা আমাদের ১১তম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে সংগ্রাম করছি, এটা সত্য। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সব সময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি।’
ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল ভালোভাবে আয়োজন করতে এবং মানোন্নয়নের জন্য ড. ইউনূসের সঙ্গে এরই মধ্যে বসেছেন তাঁরা। প্রধান উপদেষ্টা কিছু পরামর্শও দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করা কথা বললেন ফারুক, ‘এ ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তাঁর সঙ্গে বোর্ড থেকে...যারা কাজ করে...বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যাঁরা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে।’
প্রধান উপদেষ্টার পরামর্শগুলোর প্রেজেন্টেশন দেখতে মূলত আজ বিসিবি কার্যালয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ফারুক বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত জিনিস প্রবেশ করানো করা যায়। তবে এটাও বলব, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার।’
প্রধান উপদেষ্টার পরামর্শকে গুরুত্বের সহকারে দেখছেন আসিফ মাহমুদও। জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রধান উপদেষ্টার পরামর্শ প্রসঙ্গে আসিফ মাহমুদ বললেন, ‘বিসিবিই এখানে বড় অংশটা রাখবে। আমার মনে হয়েছিল, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে, সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। এ রকম একটা টুর্নামেন্টে তাঁর সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে, তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট হবে আগামীকাল। টুর্নামেন্টের ১১তম সংস্করণ জাঁকজমক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকাল থেকে বিসিবিতে চলে সেনাবাহিনীর বিভিন্ন নিরাপত্তা মহড়া। বেলা ১১টার দিকে বিসিবি কার্যালয়ে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তারপর সংবাদ সম্মেলনে কথা বলেন আসিফ মাহমুদ ও ফারুক আহমেদ। বিপিএলের মান নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলে এটা আমাদের ১১তম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে সংগ্রাম করছি, এটা সত্য। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সব সময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি।’
ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল ভালোভাবে আয়োজন করতে এবং মানোন্নয়নের জন্য ড. ইউনূসের সঙ্গে এরই মধ্যে বসেছেন তাঁরা। প্রধান উপদেষ্টা কিছু পরামর্শও দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করা কথা বললেন ফারুক, ‘এ ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তাঁর সঙ্গে বোর্ড থেকে...যারা কাজ করে...বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যাঁরা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে।’
প্রধান উপদেষ্টার পরামর্শগুলোর প্রেজেন্টেশন দেখতে মূলত আজ বিসিবি কার্যালয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ফারুক বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত জিনিস প্রবেশ করানো করা যায়। তবে এটাও বলব, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার।’
প্রধান উপদেষ্টার পরামর্শকে গুরুত্বের সহকারে দেখছেন আসিফ মাহমুদও। জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রধান উপদেষ্টার পরামর্শ প্রসঙ্গে আসিফ মাহমুদ বললেন, ‘বিসিবিই এখানে বড় অংশটা রাখবে। আমার মনে হয়েছিল, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে, সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। এ রকম একটা টুর্নামেন্টে তাঁর সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে, তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে