ক্রীড়া ডেস্ক
ক্রিকেটে কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে। তেমনি এক বিচিত্র ঘটনায় অন্য সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা।
এ বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়দের দখলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন (ডাক মেরেছেন)। ২০২২ সালে এ নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ৩০টি ডাকের দেখা পেল বাংলাদেশ।
বিব্রতকর এ রেকর্ডে বাংলাদেশের ধারেকাছেও নেই কোনো দল। রাসেল ডমিঙ্গোর শিষ্যদের পরে আছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটাররা ডাক মেরেছেন ১৪ বার। পরের তিনটি স্থান ইংল্যান্ড (১৩ বার), দক্ষিণ আফ্রিকা (১২ বার) ও শ্রীলঙ্কার (১১ বার)।
শুধু কি তাই? বিশ্বের সব টেস্ট খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ তিন ব্যাটারই বাংলাদেশের—খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয় (৪ বার), মুমিনুল হক (৪ বার)। অ্যান্টিগায় আজ তিনজনই মেরেছেন ডাক।
ক্রিকেটে কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে। তেমনি এক বিচিত্র ঘটনায় অন্য সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা।
এ বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়দের দখলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন (ডাক মেরেছেন)। ২০২২ সালে এ নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ৩০টি ডাকের দেখা পেল বাংলাদেশ।
বিব্রতকর এ রেকর্ডে বাংলাদেশের ধারেকাছেও নেই কোনো দল। রাসেল ডমিঙ্গোর শিষ্যদের পরে আছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটাররা ডাক মেরেছেন ১৪ বার। পরের তিনটি স্থান ইংল্যান্ড (১৩ বার), দক্ষিণ আফ্রিকা (১২ বার) ও শ্রীলঙ্কার (১১ বার)।
শুধু কি তাই? বিশ্বের সব টেস্ট খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ তিন ব্যাটারই বাংলাদেশের—খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয় (৪ বার), মুমিনুল হক (৪ বার)। অ্যান্টিগায় আজ তিনজনই মেরেছেন ডাক।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে