নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠের বাইরে তিনি শান্ত–চুপচাপ। সেই মেহেদী হাসান ব্যাট হাতে ২২ গজে নামলেই হয়ে ওঠেন অন্য রকম। ৫ ফুট ৬ ইঞ্চির উচ্চতার ছোটখাটো মানুষটা প্রথম বল থেকেই শুরু করেন ভয়ডরহীন ব্যাটিং। সঙ্গে মেহেদীর ওই অফ স্পিনটা তো বিপক্ষের ব্যাটসম্যানদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে নিয়মিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়ে ব্যাটে–বলে দারুণ উজ্জ্বল ছিলেন মেহেদী। এই সিরিজটা যেন পুনর্জন্ম দিয়েছে এই অলরাউন্ডারকে। মিরপুরের কঠিন উইকেটে স্বাভাবিক ব্যাটিংটা সেভাবে করতে পারেননি হয়তো। তবে মেহেদী যা কিছু রান করেছেন সেটাই লো স্কোরিং ম্যাচে দলের কাছে হয়েছে বড় পাওয়া। মেহেদীর বোলিংও হয়েছে দারুণ। ইনিংসের শুরুতে বোলিংয়ে এসে সাকিব আল হাসান ও নাছুম আহমেদকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা করে গেছেন পুরো সিরিজজুড়ে।
৫ ম্যাচে ব্যাট হাতে ৭২ রান করেছেন মেহেদী। অফ স্পিন বোলিংয়ে পেয়েছেন ৪ উইকেট। উইকেটশিকারে কিছুটা পিছিয়ে থাকলেও ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি রান আটকে রাখার কাজটিও ভালোভাবেই করেছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। পাঁচ টি–টোয়েন্টিতে দিয়েছেন ৪৯টি ডট বল।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে কদিনের ছুটি পেতেই মেহেদী ছুটেছেন খুলনায় বাড়িতে। সেখান থেকেই কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে। ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্যটা কি—এমন প্রশ্নে হেসে উঠলেন মেহেদী। এরপর মেহেদীর চকিত জবাব, ‘রহস্য নিজেও জানি না!’ রহস্যটা পরে মেহেদী খোলাসা করলেন নিজেই, ‘সত্যি সব সময় মনে হয় যে হারানোর তো কিছু নেই। বরং পাওয়ার অনেক কিছু থাকে। এই জিনিসটাই মনে হয় সব সময়। ব্যাটিং করতে গেলে ভাবনার প্রয়োজন আছে। তবে পরিস্থিতির চাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দেয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন মেহেদী। দলের হয়ে ব্যাটিং–বোলিং দুটিতেই ইনিংস শুরু করার ছোট্ট তালিকায় উঠে গেছে এই অলরাউন্ডারের নাম। ২০১৮ সালে এশিয়া কাপে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার টি–টোয়েন্টিতে সে তালিকায় নাম লেখালেন আরেক মেহেদী। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ওপেনিংয়ে ব্যাটিং–বোলিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদীর এই অভিজ্ঞতা হলো প্রথম। অন্য চার টি–টোয়েন্টিতেও একেকদিন একেক পজিশনে ব্যাটিং করতে হয়েছে মেহেদীকে।
যে কোনো পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হয় মেহেদীকে। তবে এই কঠিন বিষয়টিকেই সহজ চোখে দেখছেন এই অলরাউন্ডার, ‘এটি অবশ্যই যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে আমার মনে হয় কঠিন কিছু থেকেই ভালো কিছু শেখা যায়। এটাতে কোনো অজুহাতের কিছু নেই। আমি যদি ব্যর্থ হই, অবশ্যই ব্যর্থ। ভালো করলে তো সবাই বাহবা দেবে। ভালো না হয় খারাপ হবে—হারানোর কিছু তো নেই।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো প্রমাণের অনেক কিছু আছে মেহেদীর। অবশ্য সেভাবে সুযোগও আসেনি এখনো। প্রায়ই ব্যাটিং করতে হয় কঠিন পরিস্থিতিতে। মেহেদীও মানছে,ন এখনো নিজের সেরাটা দিতে বাকি তাঁর, ‘ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, জাতীয় দলে এখনো সেভাবে পুরোপুরিভাবে খেলতে পারিনি। আশা করছি সামনে আরও ভালো করতে পারব ইনশা আল্লাহ।’
তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেহেদী খেলেছেন ৩ ওয়ানডে ও ১৪ টি–টোয়েন্টি। ধারাবাহিকভাবে সুযোগ পেলেই ভালোটাও বেরিয়ে আসে যে কোনো ক্রিকেটারের। মেহেদীও মনে করিয়ে দিলেন সেটি, ‘একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, একজন খেলোয়াড়ের কাছে ১০–১৫ ম্যাচ দিয়ে কিছু পাওয়া যাবে না। ক্রিকেটে চাওয়া মাত্র কিছু পাওয়া যায় না। বেশি ম্যাচ খেললে ফিডব্যাকটাও সেভাবে পাওয়া যাবে। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই একই। ধৈর্য একটা ব্যাপার।’
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজেও অনেক সিনিয়র ক্রিকেটারকেই পায়নি বাংলাদেশ। সেটি দারুণভাবেই পুষিয়ে দিয়েছেন মোস্তাফিজ, সোহান, মেহেদী, আফিফ, নাছুমরা। তরুণেরা ব্যাটে–বলে দায়িত্ব নিয়েছেন প্রতি ম্যাচেই। তরুণদের একসঙ্গে জ্বলে ওঠার পেছনে মেহেদী দেখছেন পারস্পরিক বিশ্বাস–বোঝাপাড়াটা। বললেন, ‘আমরা যারা তরুণ আছি, সবার সঙ্গে সবার বোঝাপাড়াটা খুবই ভালো। ঘরোয়া কিংবা অন্য ক্রিকেটে দেখা যায় ঘুরেফিরে সবার সঙ্গেই খেলতে হয়। একজন আরেকজনকে চিনি, জানি। একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা আছে। সতীর্থের ওপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা এখন যে সুন্দর পরিবেশে আছি, তার মূল কারণ দলীয় সংহতি।’
মাঠের বাইরে তিনি শান্ত–চুপচাপ। সেই মেহেদী হাসান ব্যাট হাতে ২২ গজে নামলেই হয়ে ওঠেন অন্য রকম। ৫ ফুট ৬ ইঞ্চির উচ্চতার ছোটখাটো মানুষটা প্রথম বল থেকেই শুরু করেন ভয়ডরহীন ব্যাটিং। সঙ্গে মেহেদীর ওই অফ স্পিনটা তো বিপক্ষের ব্যাটসম্যানদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে নিয়মিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়ে ব্যাটে–বলে দারুণ উজ্জ্বল ছিলেন মেহেদী। এই সিরিজটা যেন পুনর্জন্ম দিয়েছে এই অলরাউন্ডারকে। মিরপুরের কঠিন উইকেটে স্বাভাবিক ব্যাটিংটা সেভাবে করতে পারেননি হয়তো। তবে মেহেদী যা কিছু রান করেছেন সেটাই লো স্কোরিং ম্যাচে দলের কাছে হয়েছে বড় পাওয়া। মেহেদীর বোলিংও হয়েছে দারুণ। ইনিংসের শুরুতে বোলিংয়ে এসে সাকিব আল হাসান ও নাছুম আহমেদকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা করে গেছেন পুরো সিরিজজুড়ে।
৫ ম্যাচে ব্যাট হাতে ৭২ রান করেছেন মেহেদী। অফ স্পিন বোলিংয়ে পেয়েছেন ৪ উইকেট। উইকেটশিকারে কিছুটা পিছিয়ে থাকলেও ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি রান আটকে রাখার কাজটিও ভালোভাবেই করেছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। পাঁচ টি–টোয়েন্টিতে দিয়েছেন ৪৯টি ডট বল।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে কদিনের ছুটি পেতেই মেহেদী ছুটেছেন খুলনায় বাড়িতে। সেখান থেকেই কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে। ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্যটা কি—এমন প্রশ্নে হেসে উঠলেন মেহেদী। এরপর মেহেদীর চকিত জবাব, ‘রহস্য নিজেও জানি না!’ রহস্যটা পরে মেহেদী খোলাসা করলেন নিজেই, ‘সত্যি সব সময় মনে হয় যে হারানোর তো কিছু নেই। বরং পাওয়ার অনেক কিছু থাকে। এই জিনিসটাই মনে হয় সব সময়। ব্যাটিং করতে গেলে ভাবনার প্রয়োজন আছে। তবে পরিস্থিতির চাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দেয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন মেহেদী। দলের হয়ে ব্যাটিং–বোলিং দুটিতেই ইনিংস শুরু করার ছোট্ট তালিকায় উঠে গেছে এই অলরাউন্ডারের নাম। ২০১৮ সালে এশিয়া কাপে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার টি–টোয়েন্টিতে সে তালিকায় নাম লেখালেন আরেক মেহেদী। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ওপেনিংয়ে ব্যাটিং–বোলিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদীর এই অভিজ্ঞতা হলো প্রথম। অন্য চার টি–টোয়েন্টিতেও একেকদিন একেক পজিশনে ব্যাটিং করতে হয়েছে মেহেদীকে।
যে কোনো পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হয় মেহেদীকে। তবে এই কঠিন বিষয়টিকেই সহজ চোখে দেখছেন এই অলরাউন্ডার, ‘এটি অবশ্যই যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে আমার মনে হয় কঠিন কিছু থেকেই ভালো কিছু শেখা যায়। এটাতে কোনো অজুহাতের কিছু নেই। আমি যদি ব্যর্থ হই, অবশ্যই ব্যর্থ। ভালো করলে তো সবাই বাহবা দেবে। ভালো না হয় খারাপ হবে—হারানোর কিছু তো নেই।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো প্রমাণের অনেক কিছু আছে মেহেদীর। অবশ্য সেভাবে সুযোগও আসেনি এখনো। প্রায়ই ব্যাটিং করতে হয় কঠিন পরিস্থিতিতে। মেহেদীও মানছে,ন এখনো নিজের সেরাটা দিতে বাকি তাঁর, ‘ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, জাতীয় দলে এখনো সেভাবে পুরোপুরিভাবে খেলতে পারিনি। আশা করছি সামনে আরও ভালো করতে পারব ইনশা আল্লাহ।’
তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেহেদী খেলেছেন ৩ ওয়ানডে ও ১৪ টি–টোয়েন্টি। ধারাবাহিকভাবে সুযোগ পেলেই ভালোটাও বেরিয়ে আসে যে কোনো ক্রিকেটারের। মেহেদীও মনে করিয়ে দিলেন সেটি, ‘একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, একজন খেলোয়াড়ের কাছে ১০–১৫ ম্যাচ দিয়ে কিছু পাওয়া যাবে না। ক্রিকেটে চাওয়া মাত্র কিছু পাওয়া যায় না। বেশি ম্যাচ খেললে ফিডব্যাকটাও সেভাবে পাওয়া যাবে। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই একই। ধৈর্য একটা ব্যাপার।’
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজেও অনেক সিনিয়র ক্রিকেটারকেই পায়নি বাংলাদেশ। সেটি দারুণভাবেই পুষিয়ে দিয়েছেন মোস্তাফিজ, সোহান, মেহেদী, আফিফ, নাছুমরা। তরুণেরা ব্যাটে–বলে দায়িত্ব নিয়েছেন প্রতি ম্যাচেই। তরুণদের একসঙ্গে জ্বলে ওঠার পেছনে মেহেদী দেখছেন পারস্পরিক বিশ্বাস–বোঝাপাড়াটা। বললেন, ‘আমরা যারা তরুণ আছি, সবার সঙ্গে সবার বোঝাপাড়াটা খুবই ভালো। ঘরোয়া কিংবা অন্য ক্রিকেটে দেখা যায় ঘুরেফিরে সবার সঙ্গেই খেলতে হয়। একজন আরেকজনকে চিনি, জানি। একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা আছে। সতীর্থের ওপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা এখন যে সুন্দর পরিবেশে আছি, তার মূল কারণ দলীয় সংহতি।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে