ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছেন সাকিব আল হাসানরা। এর আগের ম্যাচে বাংলাদেশ ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। লড়াকু সংগ্রহ পেলেও খুব বেশি লড়াই দেখাতে পারেনি সফরকারীরা। লিটন দাস ও আফিফ হোসেনের ওপেনিং জুটিতে ৬৭ রান পায় বাংলাদেশ।
এই জুটি ভাঙেন মুজিব উর রহমান। ১০ম ওভারের প্রথম বলে লিটনকে ফেরান আফগান স্পিনার। ৩৬ বলে ৬ চারে ৩৫ রান করে রশিদ খানের হাতে বন্দী হোন বাংলাদেশ উইকেটরক্ষক। স্কোরবোর্ডে আর ১ রান জমা পড়তেই একই ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন আফিফ। ২০ বলে ২৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ৭৬ রানে নাজমুল হোসেন শান্ত (১৪) বিদায় নিলেও বিপদ বাড়তে দেননি তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের ২১ বলে ৩১ রানের জুটি। আজমতউল্লাহর দ্বিতীয় শিকার হোন হৃদয় (১৯)। বাকি ১২ রানের কাজটুকু শামীম হোসেনকে নিয়ে সারেন সাকিব। শেষ ওভারে ৬ বলে ৪ রান লাগলে প্রথম বলেই চার মেরে দলকে ৬ উইকটের জয় এনে দেন শামীম। ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ব্যাটার। আর ১১ বলে অপরাজিত ১৮ রানে করেন অধিনায়ক সাকিব।
এর আগে বৃষ্টি নামার আগে তাসকিন আহমেদের তোপ সামলাতে হিমশিম খেতে হয়েছিল আফগানিস্তানকে। ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন।
তবে বৃষ্টির কারণে ঘণ্টাখানেক অপেক্ষার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। ষষ্ঠ উইকেটে করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২৯ বলে ৪২ রানের জুটিতে ৭ উইকেটে ১১৬ রান করে তারা। ২১ বলে ২৫ রান করা আজমতউল্লাহকে নিজের দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজুর রহমান। আর শেষ উইকেট হিসেবে তাসকিনের বলে শেষ উইকেট হিসেবে ফেরা জানাত ১৫ বলে করেন ২০ রান।
সিলেটে টসে জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন তাসকিন। রহমানউল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। তাসকিনের শর্ট লেংথ থেকে একটু লাফিয়ে ওঠা বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি গুরবাজ। বল উঠে যায় খাড়া ওপরে। নিজের বলে নিজেই ক্যাঁচ ধরে গুরবাজকে ফেরান তাসকিন।
এরপর হজরতউল্লাহ জাজাইকেও ড্রেসিরুমের পথ দেখান তাসকিন। অফ ষ্ট্যাম্পের বাইরের গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা বল জাজাই খেলবেন না ছাড়বেন এই ভাবতে ভাবতে ব্যাটে খোঁচা লাগান। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ নিতে ভুল করেননি। ১৬ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী।
প্রতিপক্ষকে বাংলাদেশের যত ধবলধোলাই
প্রতিপক্ষ ফল সাল
আয়ারল্যান্ড ৩-০ ২০১২
জিম্বাবুয়ে ২-০ ২০২০
আরব-আমিরাত ২-০ ২০২২
ইংল্যান্ড ৩-০ ২০২৩
আফগানিস্তান ২-০ ২০২৩
প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছেন সাকিব আল হাসানরা। এর আগের ম্যাচে বাংলাদেশ ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। লড়াকু সংগ্রহ পেলেও খুব বেশি লড়াই দেখাতে পারেনি সফরকারীরা। লিটন দাস ও আফিফ হোসেনের ওপেনিং জুটিতে ৬৭ রান পায় বাংলাদেশ।
এই জুটি ভাঙেন মুজিব উর রহমান। ১০ম ওভারের প্রথম বলে লিটনকে ফেরান আফগান স্পিনার। ৩৬ বলে ৬ চারে ৩৫ রান করে রশিদ খানের হাতে বন্দী হোন বাংলাদেশ উইকেটরক্ষক। স্কোরবোর্ডে আর ১ রান জমা পড়তেই একই ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন আফিফ। ২০ বলে ২৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ৭৬ রানে নাজমুল হোসেন শান্ত (১৪) বিদায় নিলেও বিপদ বাড়তে দেননি তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের ২১ বলে ৩১ রানের জুটি। আজমতউল্লাহর দ্বিতীয় শিকার হোন হৃদয় (১৯)। বাকি ১২ রানের কাজটুকু শামীম হোসেনকে নিয়ে সারেন সাকিব। শেষ ওভারে ৬ বলে ৪ রান লাগলে প্রথম বলেই চার মেরে দলকে ৬ উইকটের জয় এনে দেন শামীম। ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ব্যাটার। আর ১১ বলে অপরাজিত ১৮ রানে করেন অধিনায়ক সাকিব।
এর আগে বৃষ্টি নামার আগে তাসকিন আহমেদের তোপ সামলাতে হিমশিম খেতে হয়েছিল আফগানিস্তানকে। ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন।
তবে বৃষ্টির কারণে ঘণ্টাখানেক অপেক্ষার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। ষষ্ঠ উইকেটে করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২৯ বলে ৪২ রানের জুটিতে ৭ উইকেটে ১১৬ রান করে তারা। ২১ বলে ২৫ রান করা আজমতউল্লাহকে নিজের দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজুর রহমান। আর শেষ উইকেট হিসেবে তাসকিনের বলে শেষ উইকেট হিসেবে ফেরা জানাত ১৫ বলে করেন ২০ রান।
সিলেটে টসে জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন তাসকিন। রহমানউল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। তাসকিনের শর্ট লেংথ থেকে একটু লাফিয়ে ওঠা বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি গুরবাজ। বল উঠে যায় খাড়া ওপরে। নিজের বলে নিজেই ক্যাঁচ ধরে গুরবাজকে ফেরান তাসকিন।
এরপর হজরতউল্লাহ জাজাইকেও ড্রেসিরুমের পথ দেখান তাসকিন। অফ ষ্ট্যাম্পের বাইরের গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা বল জাজাই খেলবেন না ছাড়বেন এই ভাবতে ভাবতে ব্যাটে খোঁচা লাগান। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ নিতে ভুল করেননি। ১৬ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী।
প্রতিপক্ষকে বাংলাদেশের যত ধবলধোলাই
প্রতিপক্ষ ফল সাল
আয়ারল্যান্ড ৩-০ ২০১২
জিম্বাবুয়ে ২-০ ২০২০
আরব-আমিরাত ২-০ ২০২২
ইংল্যান্ড ৩-০ ২০২৩
আফগানিস্তান ২-০ ২০২৩
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩১ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে