ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।
মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’
শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’
টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।
মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’
শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে