ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে।
দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়।
আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।
অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে।
দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়।
আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে