ক্রীড়া ডেস্ক
ওপেনার অ্যালিক আথানাজের ৩২, কেসি কার্টির ১০ ও রোস্টন চেজের ১২—এই তিনজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দুই অঙ্কের রানই করতে পারলেন না। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টেনেটুনে ২৪.১ ওভারে ৮৬ রান করতেই শেষ ক্যারিবীয়দের ইনিংস, যার মধ্যে ১৩ রান আবার অতিরিক্ত।
মামুলি লক্ষ্য তাড়া করা এ আর এমন কী! অস্ট্রেলিয়া পেল সহজ জয়। ২৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখে করল ৮৭ রান। ব্রিসবেন টেস্টে হারের দুঃখ ভুলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের দিল হোয়াইটওয়াশের স্বাদ।
সঙ্গে গড়ল নতুন রেকর্ডও। ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে এটিই অজিদের সর্বোচ্চ বল ব্যবধানে জয়। এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ বল ব্যবধানে জয়ের তালিকায় এটি সপ্তম স্থানে। নতুন আরেকটি মাইলফলকেরও উচ্চতায় উঠেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে খেলেছে অজিরা। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলেছিল তারা। ইতিহাসের প্রথম এক দিনের ম্যাচটিতে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
ওয়ানডেতে প্রথম হাজারতম ওয়ানডে খেলে ভারত। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি আহমেদবাদের সেই ঐতিহাসিক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ম্যাচটি ক্যারিবীয়রা হারে ৬ উইকেটে। দুই বছর পর ঠিক একই দিনে হাজারতম ওয়ানডে খেলল অস্ট্রেলিয়া। এবারও প্রতিপক্ষ উইন্ডিজ। এবারও বড় ব্যবধানে হারল তারা।
ক্যানবেরায় আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এবারও সফরকারী ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন জাভিয়ের বার্টলেট। এই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাঁর। প্রথম ম্যাচেই ১৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থেকে আজ ফেরার পর ৪ উইকেট নিলেন ২১ রান দিয়ে, হলেন আবারও ম্যাচ-সেরাও।
ওপেনার অ্যালিক আথানাজের ৩২, কেসি কার্টির ১০ ও রোস্টন চেজের ১২—এই তিনজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দুই অঙ্কের রানই করতে পারলেন না। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টেনেটুনে ২৪.১ ওভারে ৮৬ রান করতেই শেষ ক্যারিবীয়দের ইনিংস, যার মধ্যে ১৩ রান আবার অতিরিক্ত।
মামুলি লক্ষ্য তাড়া করা এ আর এমন কী! অস্ট্রেলিয়া পেল সহজ জয়। ২৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখে করল ৮৭ রান। ব্রিসবেন টেস্টে হারের দুঃখ ভুলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের দিল হোয়াইটওয়াশের স্বাদ।
সঙ্গে গড়ল নতুন রেকর্ডও। ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে এটিই অজিদের সর্বোচ্চ বল ব্যবধানে জয়। এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ বল ব্যবধানে জয়ের তালিকায় এটি সপ্তম স্থানে। নতুন আরেকটি মাইলফলকেরও উচ্চতায় উঠেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে খেলেছে অজিরা। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলেছিল তারা। ইতিহাসের প্রথম এক দিনের ম্যাচটিতে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
ওয়ানডেতে প্রথম হাজারতম ওয়ানডে খেলে ভারত। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি আহমেদবাদের সেই ঐতিহাসিক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ম্যাচটি ক্যারিবীয়রা হারে ৬ উইকেটে। দুই বছর পর ঠিক একই দিনে হাজারতম ওয়ানডে খেলল অস্ট্রেলিয়া। এবারও প্রতিপক্ষ উইন্ডিজ। এবারও বড় ব্যবধানে হারল তারা।
ক্যানবেরায় আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এবারও সফরকারী ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন জাভিয়ের বার্টলেট। এই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাঁর। প্রথম ম্যাচেই ১৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থেকে আজ ফেরার পর ৪ উইকেট নিলেন ২১ রান দিয়ে, হলেন আবারও ম্যাচ-সেরাও।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৫ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে