ক্রীড়া ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ইনিংস পরাজয় নিশ্চিতই ছিল। কারণ দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের সমান রানও করতে পারেনি প্রোটিয়ারা। তার চেয়েও বড় কথা, দক্ষিণ আফ্রিকাকে ফলোঅনে পাঠায়নি নিউজিল্যান্ড। এবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টেও দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা। তবে এবার দুর্দান্ত বোলিংয়ে ৩১ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
হ্যামিল্টনে গতকাল প্রথম দিনে খেলা হয়েছে ৮৯ ওভার। ৬ উইকেটে ২২০ রানে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকেই আজ দ্বিতীয় দিনের খেলা শুরু। খেলা শুরু হতে না হতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ইনিংসের ৯২ তম ওভারের দ্বিতীয় বলে শন ফন বার্গকে বোল্ড করেন উইলিয়াম ও’রুর্কি। ফন বার্গ করেন ৮৯ বলে ৩৮ রান। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া রুয়ান দি সোয়ার্ত ও ফন বার্গের ১৭৮ বলে ৭৭ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৯১.৪ ওভারে ৭ উইকেটে ২২৭ রান।
ফন বার্গ ফেরার পর দ্রুত গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ২৪২ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন দি সোয়ার্ত। ১৫৬ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রুর্কি। ৩ উইকেট নেন রাচীন রবীন্দ্র। ১টি করে উইকেট নিয়েছেন নিল ওয়াগনার, ম্যাট হেনরি ও টিম সাউদি।
ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে ডেন প্যাটারসনের বল শট করতে যান ডেভন কনওয়ে। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক বিজোর্ন ফরচুইন। ৩ বল খেলেও কোনো রান করতে পারেননি কনওয়ে। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কেইন উইলিয়ামসন। ওপেনার টম লাথামের সঙ্গে শুরুতেই চাপে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন উইলিয়ামসন।
দ্বিতীয় উইকেটে ১৯৭ বলে ৭৪ রানের জুটি গড়েন লাথাম ও উইলিয়ামসন। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন ড্যান পিট। ১০৪ বলে ১টি করে চার ও ছক্কায় ৪০ রান করেন লাথাম।
লাথামের মতো উইলিয়ামসনও আউট হয়েছেন ফিফটির আগে। ১০৮ বলে ৭ চারে ৪৩ রান করেন উইলিয়ামসন। ৩৮ তম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ফেরান পিট। দ্রুত ২ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩৭.৪ ওভারে ৩ উইকেটে ৮৬ রান। এরপর ব্ল্যাকক্যাপসদের ইনিংসে আরও একটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি হয়। চতুর্থ উইকেটে রাচীন রবীন্দ্র ও উইল ইয়ং গড়েন ১১৬ বলে ৫৯ রানের জুটি। ৫৭ তম ওভারের শেষ বলে রবীন্দ্রকে বোল্ড করে জুটি ভাঙেন সেফো মোরেকি। গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান রবীন্দ্র এবার করেন ২৯ রান।
রবীন্দ্র ফেরায় নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৫৭ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপরই ধস নামে কিউইদের ইনিংসে। ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকেরা অলআউট হয়েছে ২১১ রানে। যেখানে ৭৮ তম ওভারের তৃতীয় বলে নিল ওয়াগনারকে আউট করে কিউইদের ইনিংসের ইতি টেনেছেন পিট। ওয়াগনার এগিয়ে খেলতে গিয়ে উইকেট থেকে যখন বেরিয়ে আসেন, তখন স্টাম্পিং করেন প্রোটিয়া উইকেটরক্ষক ফরচুইন। এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন পিট। ৮৯ রান খরচ করে নেন ৫ উইকেট। টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই স্পিনার। ডেন প্যাটারসন নেন ৩ উইকেট। ১ উইকেট নেন মোরেকি। বাকি এক উইকেট হয়েছে রান আউট।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ইনিংস পরাজয় নিশ্চিতই ছিল। কারণ দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের সমান রানও করতে পারেনি প্রোটিয়ারা। তার চেয়েও বড় কথা, দক্ষিণ আফ্রিকাকে ফলোঅনে পাঠায়নি নিউজিল্যান্ড। এবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টেও দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা। তবে এবার দুর্দান্ত বোলিংয়ে ৩১ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
হ্যামিল্টনে গতকাল প্রথম দিনে খেলা হয়েছে ৮৯ ওভার। ৬ উইকেটে ২২০ রানে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকেই আজ দ্বিতীয় দিনের খেলা শুরু। খেলা শুরু হতে না হতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ইনিংসের ৯২ তম ওভারের দ্বিতীয় বলে শন ফন বার্গকে বোল্ড করেন উইলিয়াম ও’রুর্কি। ফন বার্গ করেন ৮৯ বলে ৩৮ রান। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া রুয়ান দি সোয়ার্ত ও ফন বার্গের ১৭৮ বলে ৭৭ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৯১.৪ ওভারে ৭ উইকেটে ২২৭ রান।
ফন বার্গ ফেরার পর দ্রুত গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ২৪২ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন দি সোয়ার্ত। ১৫৬ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রুর্কি। ৩ উইকেট নেন রাচীন রবীন্দ্র। ১টি করে উইকেট নিয়েছেন নিল ওয়াগনার, ম্যাট হেনরি ও টিম সাউদি।
ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে ডেন প্যাটারসনের বল শট করতে যান ডেভন কনওয়ে। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক বিজোর্ন ফরচুইন। ৩ বল খেলেও কোনো রান করতে পারেননি কনওয়ে। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কেইন উইলিয়ামসন। ওপেনার টম লাথামের সঙ্গে শুরুতেই চাপে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন উইলিয়ামসন।
দ্বিতীয় উইকেটে ১৯৭ বলে ৭৪ রানের জুটি গড়েন লাথাম ও উইলিয়ামসন। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন ড্যান পিট। ১০৪ বলে ১টি করে চার ও ছক্কায় ৪০ রান করেন লাথাম।
লাথামের মতো উইলিয়ামসনও আউট হয়েছেন ফিফটির আগে। ১০৮ বলে ৭ চারে ৪৩ রান করেন উইলিয়ামসন। ৩৮ তম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ফেরান পিট। দ্রুত ২ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩৭.৪ ওভারে ৩ উইকেটে ৮৬ রান। এরপর ব্ল্যাকক্যাপসদের ইনিংসে আরও একটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি হয়। চতুর্থ উইকেটে রাচীন রবীন্দ্র ও উইল ইয়ং গড়েন ১১৬ বলে ৫৯ রানের জুটি। ৫৭ তম ওভারের শেষ বলে রবীন্দ্রকে বোল্ড করে জুটি ভাঙেন সেফো মোরেকি। গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান রবীন্দ্র এবার করেন ২৯ রান।
রবীন্দ্র ফেরায় নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৫৭ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপরই ধস নামে কিউইদের ইনিংসে। ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকেরা অলআউট হয়েছে ২১১ রানে। যেখানে ৭৮ তম ওভারের তৃতীয় বলে নিল ওয়াগনারকে আউট করে কিউইদের ইনিংসের ইতি টেনেছেন পিট। ওয়াগনার এগিয়ে খেলতে গিয়ে উইকেট থেকে যখন বেরিয়ে আসেন, তখন স্টাম্পিং করেন প্রোটিয়া উইকেটরক্ষক ফরচুইন। এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন পিট। ৮৯ রান খরচ করে নেন ৫ উইকেট। টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই স্পিনার। ডেন প্যাটারসন নেন ৩ উইকেট। ১ উইকেট নেন মোরেকি। বাকি এক উইকেট হয়েছে রান আউট।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে