ক্রীড়া ডেস্ক
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে