ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড। তবে সেটা শুধু টেস্ট ক্রিকেটেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামবে ইংল্যান্ড। আইসিসির ইভেন্টটির পর ইংল্যান্ডের সাদা বলের সিরিজের দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল গতকাল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সিরিজের দলকেই নেতৃত্ব দেবেন জস বাটলার। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে অজি সিরিজের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে কারণে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন হাল, টার্নার ও ব্রেথেল। শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে কক্স ও মৌসলিকে।
তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ব্রাইডন কার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন ইংলিশ এই পেসার। কার্সের পাশাপাশি জফরা আর্চার, আদিল রশিদ, উইল জ্যাকস, রিস টপলির মতো ক্রিকেটাররাও আছেন দুই সিরিজে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও আর্চার ওয়ানডে দলে নেই প্রায় দেড় বছর। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সবশেষ ওয়ানডে খেলেন আর্চার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জেমি স্মিথ আছেন দারুণ ছন্দে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ম্যানচেস্টারে প্রথম টেস্টে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টের ম্যাচ-সেরা স্মিথ আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১০ সেপ্টেম্বর শেষ হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ থেকেই ইংল্যান্ডের সাদা বলের দলে যোগ দেওয়ার কথা স্মিথের। চলমান লঙ্কা সিরিজে থাকা স্মিথের পাশাপাশি ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক আছেন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে।
সাউদাম্পটনে ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর কার্ডিফ ও ম্যানচেস্টারে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল
জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার
ইংল্যান্ড ওয়ানডে দল
জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড। তবে সেটা শুধু টেস্ট ক্রিকেটেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামবে ইংল্যান্ড। আইসিসির ইভেন্টটির পর ইংল্যান্ডের সাদা বলের সিরিজের দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল গতকাল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সিরিজের দলকেই নেতৃত্ব দেবেন জস বাটলার। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে অজি সিরিজের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে কারণে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন হাল, টার্নার ও ব্রেথেল। শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে কক্স ও মৌসলিকে।
তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ব্রাইডন কার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন ইংলিশ এই পেসার। কার্সের পাশাপাশি জফরা আর্চার, আদিল রশিদ, উইল জ্যাকস, রিস টপলির মতো ক্রিকেটাররাও আছেন দুই সিরিজে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও আর্চার ওয়ানডে দলে নেই প্রায় দেড় বছর। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সবশেষ ওয়ানডে খেলেন আর্চার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জেমি স্মিথ আছেন দারুণ ছন্দে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ম্যানচেস্টারে প্রথম টেস্টে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টের ম্যাচ-সেরা স্মিথ আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১০ সেপ্টেম্বর শেষ হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ থেকেই ইংল্যান্ডের সাদা বলের দলে যোগ দেওয়ার কথা স্মিথের। চলমান লঙ্কা সিরিজে থাকা স্মিথের পাশাপাশি ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক আছেন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে।
সাউদাম্পটনে ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর কার্ডিফ ও ম্যানচেস্টারে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল
জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার
ইংল্যান্ড ওয়ানডে দল
জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে