ক্রীড়া ডেস্ক
নিজেদের ভুলেই যে জটিল সমীকরণে পড়ল বাংলা টাইগার্স মিসিসাউগা। শেষের দিকে এসে পা হড়কানো, বৈরি আবহাওয়া—সব কিছুই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফাইনালে উঠতেই এখন অনেক হিসেব মেলাতে হবে সাকিব আল হাসান-শরীফুল ইসলামদের।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে হওয়ার কথা ছিল বাংলা টাইগার্স ও ব্রাম্পটন উলভস ম্যাচ। ফল তো দূরে থাক, বৃষ্টির কারণে ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেননি। একই মাঠে অপর ম্যাচে সারে জাগুয়ার্স ও মন্ট্রিয়ল টাইগার্স খেলতেও নেমেছিল। বৃষ্টির বাগড়া অব্যহত থেকেছে এই ম্যাচেও।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে সারে জাগুয়ার্স ২ ওভারে ২ উইকেট হারিয়ে করে ১২ রান। মাত্র ২ ওভারেই শেষ সারে-মন্ট্রিয়ল ম্যাচ।
বৃষ্টির বাগড়ায় গতকাল দুটি ম্যাচ পন্ড হওয়ায় কানাডা লিগের পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলেছে। ১০ ও ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে মন্ট্রিয়ল টাইগার্স ও ব্রাম্পটন উলভস। ব্রাম্পটনের সিএএ সেন্টারে পরশু প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মন্ট্রিয়ল-ব্রাম্পটন। ব্রাম্পটনের সমান ৯ পয়েন্ট পেলেও বাংলা টাইগার্স তিনে থেকে লিগ পর্ব শেষ করেছে। কারণ ব্রাম্পটন ও বাংলা টাইগার্সের নেট রানরেট + ০.৭৭১ ও-০.৫০৪। ৭ পয়েন্ট নিয়ে চারে থেকে লিগ পর্ব শেষ করল টরন্টো ন্যাশনালস। ব্রাম্পটনে পরশু এলিমিনেটরে টরন্টোর মুখোমুখি হবে বাংলা টাইগার্স ও টরন্টো। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয় নম্বরে থেকে লিগ পর্ব থেকে ছিটকে গেল সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটস।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলা টাইগার্স আক্ষরিক অর্থেই খেলবে নকআউট পর্ব। এখনো তিনটি ধাপ অতিক্রম করতে হবে শিরোপা জিততে হলে। কারণ এলিমিনেটরে হারলেই গল্প শেষ শরীফুল-সাকিবদের। এলিমিনেটর বাধা পেরোনোর পর তাঁদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে সরাসরি ফাইনালের টিকিট কাটবে প্রথম কোয়ালিফায়ারজয়ী দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলেই ফাইনালের টিকিট কাটবে বাংলা টাইগার্স।
ব্রাম্পটনে গত রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ম্যাচ হলেই যে বাংলা টাইগার্স প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটত, ব্যাপারটা তেমন নয়। শরীফুল-সাকিবদের তখন মেলাতে হতো নেট রানরেটের সমীকরণ। প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে না পারার দায় রয়েছে বাংলা টাইগার্সেরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেন শরীফুল-সাকিবরা। তারপর টানা তিন ম্যাচ জেতে বাংলা টাইগার্স। হ্যাটট্রিকের পর দলটি বড় ধাক্কা খায় ব্রাম্পটনের কাছে ৮ উইকেটে হেরে। বাংলা টাইগার্সের দেওয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাম্পটন ৫২ বল হাতে রেখেই জিতে যায় ৮ উইকেটে। পরের ম্যাচে সারে জাগুয়ার্স মামুলি লক্ষ্য দিলেও (১৮ ওভারে ১০৯ রান) তাতে রীতিমতো ঘাম ছুটে যায় বাংলা টাইগার্সের।
শরীফুল ছন্দে থাকলেও সাকিবের ব্যর্থতা চলছেই। সারে জাগুয়ার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়া ছাড়া বলার মতো কিছু নেই সাকিবের। মাত্র দুই ম্যাচে দুই অঙ্ক (২৪ ও ৩৬ রান) ছুঁতে পেরেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। শরীফুল, সাকিব দুই বাংলাদেশিই পেয়েছেন ৭টি করে উইকেট। সাকিব তুলনামূলক খরুচে বোলিং করেছেন। শরীফুল ও সাকিবের ইকোনমি ৫.১৭ ও ৫.৭৫।
নিজেদের ভুলেই যে জটিল সমীকরণে পড়ল বাংলা টাইগার্স মিসিসাউগা। শেষের দিকে এসে পা হড়কানো, বৈরি আবহাওয়া—সব কিছুই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফাইনালে উঠতেই এখন অনেক হিসেব মেলাতে হবে সাকিব আল হাসান-শরীফুল ইসলামদের।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে হওয়ার কথা ছিল বাংলা টাইগার্স ও ব্রাম্পটন উলভস ম্যাচ। ফল তো দূরে থাক, বৃষ্টির কারণে ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেননি। একই মাঠে অপর ম্যাচে সারে জাগুয়ার্স ও মন্ট্রিয়ল টাইগার্স খেলতেও নেমেছিল। বৃষ্টির বাগড়া অব্যহত থেকেছে এই ম্যাচেও।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে সারে জাগুয়ার্স ২ ওভারে ২ উইকেট হারিয়ে করে ১২ রান। মাত্র ২ ওভারেই শেষ সারে-মন্ট্রিয়ল ম্যাচ।
বৃষ্টির বাগড়ায় গতকাল দুটি ম্যাচ পন্ড হওয়ায় কানাডা লিগের পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলেছে। ১০ ও ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে মন্ট্রিয়ল টাইগার্স ও ব্রাম্পটন উলভস। ব্রাম্পটনের সিএএ সেন্টারে পরশু প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মন্ট্রিয়ল-ব্রাম্পটন। ব্রাম্পটনের সমান ৯ পয়েন্ট পেলেও বাংলা টাইগার্স তিনে থেকে লিগ পর্ব শেষ করেছে। কারণ ব্রাম্পটন ও বাংলা টাইগার্সের নেট রানরেট + ০.৭৭১ ও-০.৫০৪। ৭ পয়েন্ট নিয়ে চারে থেকে লিগ পর্ব শেষ করল টরন্টো ন্যাশনালস। ব্রাম্পটনে পরশু এলিমিনেটরে টরন্টোর মুখোমুখি হবে বাংলা টাইগার্স ও টরন্টো। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয় নম্বরে থেকে লিগ পর্ব থেকে ছিটকে গেল সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটস।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলা টাইগার্স আক্ষরিক অর্থেই খেলবে নকআউট পর্ব। এখনো তিনটি ধাপ অতিক্রম করতে হবে শিরোপা জিততে হলে। কারণ এলিমিনেটরে হারলেই গল্প শেষ শরীফুল-সাকিবদের। এলিমিনেটর বাধা পেরোনোর পর তাঁদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে সরাসরি ফাইনালের টিকিট কাটবে প্রথম কোয়ালিফায়ারজয়ী দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলেই ফাইনালের টিকিট কাটবে বাংলা টাইগার্স।
ব্রাম্পটনে গত রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ম্যাচ হলেই যে বাংলা টাইগার্স প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটত, ব্যাপারটা তেমন নয়। শরীফুল-সাকিবদের তখন মেলাতে হতো নেট রানরেটের সমীকরণ। প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে না পারার দায় রয়েছে বাংলা টাইগার্সেরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেন শরীফুল-সাকিবরা। তারপর টানা তিন ম্যাচ জেতে বাংলা টাইগার্স। হ্যাটট্রিকের পর দলটি বড় ধাক্কা খায় ব্রাম্পটনের কাছে ৮ উইকেটে হেরে। বাংলা টাইগার্সের দেওয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাম্পটন ৫২ বল হাতে রেখেই জিতে যায় ৮ উইকেটে। পরের ম্যাচে সারে জাগুয়ার্স মামুলি লক্ষ্য দিলেও (১৮ ওভারে ১০৯ রান) তাতে রীতিমতো ঘাম ছুটে যায় বাংলা টাইগার্সের।
শরীফুল ছন্দে থাকলেও সাকিবের ব্যর্থতা চলছেই। সারে জাগুয়ার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়া ছাড়া বলার মতো কিছু নেই সাকিবের। মাত্র দুই ম্যাচে দুই অঙ্ক (২৪ ও ৩৬ রান) ছুঁতে পেরেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। শরীফুল, সাকিব দুই বাংলাদেশিই পেয়েছেন ৭টি করে উইকেট। সাকিব তুলনামূলক খরুচে বোলিং করেছেন। শরীফুল ও সাকিবের ইকোনমি ৫.১৭ ও ৫.৭৫।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
১৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
৪২ মিনিট আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বাকি মাত্র কয়েক মাস। অথচ ‘মিনি বিশ্বকাপের’ এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে থাকতে হবে দর্শক। কারণটা নিশ্চয়ই সবার জানা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সেরা আটে না থাকতে পারায় চ্যাম্পিয়নস ট্রফির টিকিট কাটতে ব্যর্থ লঙ্কানরা।
২ ঘণ্টা আগে