ক্রীড়া ডেস্ক
২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়ে গেল আইপিএলের ১৭ মৌসুম। মারকাটারি ক্রিকেট, অর্থের ঝনঝনানি—সব মিলে পাখির চোখ করে থাকেন বিশ্বের অনেক ক্রিকেটার। তবে ভারতের ভান্ডারে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেবল একটা। সেটাও জিতেছে ২০০৭ সালে। মাইকেল আথারটনের দৃষ্টিতে সেটা খুবই দুর্ভাগ্যজনক।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। পরের মৌসুম থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে ভারত লিখে চলেছে হতাশার গল্প। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয় ভারত। ২০১৬,২০২২—দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি থেকে বিদায় নেয় ভারত। এমনকি সেমির আগেও বিদায়ঘণ্টা বাজার ঘটনা রয়েছে এশিয়ার দলটির। অথচ হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, শুবমান গিল, রিংকু সিংয়ের মতো তারকাদের আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই আইপিএল খেলার অভিজ্ঞতা হয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কাই স্পোর্টসে এক সঙ্গে আলাপ-আলোচনায় বসেন নাসের হুসেইন, আথারটন ও এউইন মরগান। সেই আলোচনায় আথারটন বলেন, ‘২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ভারত আর কোনো শিরোপা জেতেনি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। সবাই আইপিএল নিয়ে কথা বলে এবং কীভাবে সেটা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটকে বদলে দিল, এটা নিয়ে যখন আলাপ-আলোচনা হয়, তখন তো এটা আরও কষ্ট দেয়। দুঃখের বিষয় এই যে তারা এটা জিতেছে আইপিএলের আগে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। গিল, রিংকু জায়গা পেয়েছেন রিজার্ভ দলে। তবু মরগানের দৃষ্টিতে ভারত এবারের বিশ্বকাপের শক্তিশালী দল। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘নিঃসন্দেহে ভারত বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। তাদের চোটের সমস্যা থাকলেও কোনো ঝামেলা হবে না। তাদের দলের শক্তি ও গভীরতা সত্যিই অসাধারণ। ১৫ সদস্যের দলে কে নেই, তা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।’
২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়ে গেল আইপিএলের ১৭ মৌসুম। মারকাটারি ক্রিকেট, অর্থের ঝনঝনানি—সব মিলে পাখির চোখ করে থাকেন বিশ্বের অনেক ক্রিকেটার। তবে ভারতের ভান্ডারে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেবল একটা। সেটাও জিতেছে ২০০৭ সালে। মাইকেল আথারটনের দৃষ্টিতে সেটা খুবই দুর্ভাগ্যজনক।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। পরের মৌসুম থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে ভারত লিখে চলেছে হতাশার গল্প। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয় ভারত। ২০১৬,২০২২—দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি থেকে বিদায় নেয় ভারত। এমনকি সেমির আগেও বিদায়ঘণ্টা বাজার ঘটনা রয়েছে এশিয়ার দলটির। অথচ হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, শুবমান গিল, রিংকু সিংয়ের মতো তারকাদের আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই আইপিএল খেলার অভিজ্ঞতা হয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কাই স্পোর্টসে এক সঙ্গে আলাপ-আলোচনায় বসেন নাসের হুসেইন, আথারটন ও এউইন মরগান। সেই আলোচনায় আথারটন বলেন, ‘২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ভারত আর কোনো শিরোপা জেতেনি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। সবাই আইপিএল নিয়ে কথা বলে এবং কীভাবে সেটা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটকে বদলে দিল, এটা নিয়ে যখন আলাপ-আলোচনা হয়, তখন তো এটা আরও কষ্ট দেয়। দুঃখের বিষয় এই যে তারা এটা জিতেছে আইপিএলের আগে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। গিল, রিংকু জায়গা পেয়েছেন রিজার্ভ দলে। তবু মরগানের দৃষ্টিতে ভারত এবারের বিশ্বকাপের শক্তিশালী দল। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘নিঃসন্দেহে ভারত বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। তাদের চোটের সমস্যা থাকলেও কোনো ঝামেলা হবে না। তাদের দলের শক্তি ও গভীরতা সত্যিই অসাধারণ। ১৫ সদস্যের দলে কে নেই, তা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে