নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিটন দাস জ্বর থেকে সেরে না ওঠায় এশিয়া কাপের দলে যুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়কে। পরে অবশ্য সুস্থ হয়ে লিটন নিজেও এশিয়া কাপ খেলতে যান। দলের সঙ্গে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি বিজয়ের। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে ওপেনিং জুটি। কিন্তু সে অর্থে সফলতা মেলেনি।
বিশেষ করে নাঈম শেখ চার ম্যাচেই ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। নাঈমের ব্যর্থতায়ও বিজয়ের সুযোগ না পাওয়া চারদিক থেকে প্রশ্ন ওঠে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভাবা হয়েছিল, সুযোগ পেতে যাচ্ছেন বিজয়। চারদিক থেকে যখন কথা উঠছে, তখন সামাজিক মাধ্যমে এক ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘আমরা যখন কোনো কিছু সামাজিক মাধ্যমে লিখব, অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমরা আলোচনা করছি সঙ্গে সমালোচনাও করছি, কিন্তু এই আলোচনা সমালোচনা কোনো মানুষকে আঘাত করছে কি না? সে মানুষটির পরিবার পরিজন বন্ধু-বান্ধব এমনকি নিজেও সেটার ভুক্তভোগী হচ্ছেন কি না? তার মানসিক অবস্থা কি দাঁড়াচ্ছে, তা আমি কাউকে খুশি করতে যেয়ে আরেকজনকে কষ্ট দিয়ে কোন কথা বলছি, সেটা আসলেও ঠিক হচ্ছে কি না?’
বিজয় আরও যোগ করেন, ‘ক্রিকেট শুধু আমাদের একটা আনন্দের জায়গা আসলে তা নয়, ক্রিকেটারদের কাছে ক্রিকেট শুধু আনন্দের জায়গা নয় সেটা তার রুটি রুজি। তাই সেখানে সর্বত্র দেওয়ার চেষ্টা করে ক্রিকেটাররা। অবশ্যই আপনারা আলোচনা করবেন সঙ্গে সমালোচনাও। আমরা ক্রিকেট খেলি হয়তো অনেকে বিজনেস করে চাকরি করে কেউ গান গেয়ে, কেউ নাটক করে, বিভিন্নভাবে নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেয়ার। কখনো সফল হয় আবার কখনো হয় না। এর মানে এই না যে আমি আমার চেষ্টা বন্ধ করব। আমরা ক্রিকেটার হিসাবে আমরা চেষ্টা করতে পারি। অনেক সময় সফল হচ্ছি অনেক সময় ব্যর্থ। কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের ভালো সাপোর্টের মাধ্যমে যে কোন প্লেয়ার যে কোন ভাবে অনেক মেন্টালি স্ট্রং হতে পারে আবার আপনাদের বাজে শব্দচয়ন এর জন্য ডাউন হয়ে যেতে পারে।’
নিজেদের জায়গা থেকে সবাইকে সেরা মানুষ হওয়ার কথা জানিয়ে বিজয় আরও লিখেছেন, ‘আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট হওয়ার চেষ্টা করি। তাহলে আপনাআপনি আমরা জাতি হিসেবে অনেক দূর আগাতে পারব বলে আমার মনে হয়। আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্যামিলি আমি আমার পরিবারকে যথেষ্ট ভাবে সাপোর্ট করি এবং করতে চাই। ফেসবুকের মাধ্যমে আমি শুধু এতটুকু বলতে পারি এতটুকু জানাতে পারি আপনারা যখনই কোন কিছু লিখবেন, যখনই কোন কিছু বলবেন, আপনাদের শতভাগ স্বাধীনতা আছে। কিন্তু এতটুকু দেখা উচিত আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তার পরিবারও এটা দেখছে, সেও দেখবে, তার বন্ধু মহল দেখবে, সবাই দেখবে। এতে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন নাকি আলোচনা নাকি সমালোচনা আপনিও এটা অবশ্যই মাথায় রেখে আপনার কথাগুলো পেশ করবেন ৷ আমাদের ছেলে, আমাদের দেশের মানুষ, আমরা সবাই এক। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আসলে কি জন্য কেনইবা বলছি আজকে আমি জানি।’
লিটন দাস জ্বর থেকে সেরে না ওঠায় এশিয়া কাপের দলে যুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়কে। পরে অবশ্য সুস্থ হয়ে লিটন নিজেও এশিয়া কাপ খেলতে যান। দলের সঙ্গে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি বিজয়ের। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে ওপেনিং জুটি। কিন্তু সে অর্থে সফলতা মেলেনি।
বিশেষ করে নাঈম শেখ চার ম্যাচেই ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। নাঈমের ব্যর্থতায়ও বিজয়ের সুযোগ না পাওয়া চারদিক থেকে প্রশ্ন ওঠে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভাবা হয়েছিল, সুযোগ পেতে যাচ্ছেন বিজয়। চারদিক থেকে যখন কথা উঠছে, তখন সামাজিক মাধ্যমে এক ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘আমরা যখন কোনো কিছু সামাজিক মাধ্যমে লিখব, অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমরা আলোচনা করছি সঙ্গে সমালোচনাও করছি, কিন্তু এই আলোচনা সমালোচনা কোনো মানুষকে আঘাত করছে কি না? সে মানুষটির পরিবার পরিজন বন্ধু-বান্ধব এমনকি নিজেও সেটার ভুক্তভোগী হচ্ছেন কি না? তার মানসিক অবস্থা কি দাঁড়াচ্ছে, তা আমি কাউকে খুশি করতে যেয়ে আরেকজনকে কষ্ট দিয়ে কোন কথা বলছি, সেটা আসলেও ঠিক হচ্ছে কি না?’
বিজয় আরও যোগ করেন, ‘ক্রিকেট শুধু আমাদের একটা আনন্দের জায়গা আসলে তা নয়, ক্রিকেটারদের কাছে ক্রিকেট শুধু আনন্দের জায়গা নয় সেটা তার রুটি রুজি। তাই সেখানে সর্বত্র দেওয়ার চেষ্টা করে ক্রিকেটাররা। অবশ্যই আপনারা আলোচনা করবেন সঙ্গে সমালোচনাও। আমরা ক্রিকেট খেলি হয়তো অনেকে বিজনেস করে চাকরি করে কেউ গান গেয়ে, কেউ নাটক করে, বিভিন্নভাবে নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেয়ার। কখনো সফল হয় আবার কখনো হয় না। এর মানে এই না যে আমি আমার চেষ্টা বন্ধ করব। আমরা ক্রিকেটার হিসাবে আমরা চেষ্টা করতে পারি। অনেক সময় সফল হচ্ছি অনেক সময় ব্যর্থ। কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের ভালো সাপোর্টের মাধ্যমে যে কোন প্লেয়ার যে কোন ভাবে অনেক মেন্টালি স্ট্রং হতে পারে আবার আপনাদের বাজে শব্দচয়ন এর জন্য ডাউন হয়ে যেতে পারে।’
নিজেদের জায়গা থেকে সবাইকে সেরা মানুষ হওয়ার কথা জানিয়ে বিজয় আরও লিখেছেন, ‘আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট হওয়ার চেষ্টা করি। তাহলে আপনাআপনি আমরা জাতি হিসেবে অনেক দূর আগাতে পারব বলে আমার মনে হয়। আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্যামিলি আমি আমার পরিবারকে যথেষ্ট ভাবে সাপোর্ট করি এবং করতে চাই। ফেসবুকের মাধ্যমে আমি শুধু এতটুকু বলতে পারি এতটুকু জানাতে পারি আপনারা যখনই কোন কিছু লিখবেন, যখনই কোন কিছু বলবেন, আপনাদের শতভাগ স্বাধীনতা আছে। কিন্তু এতটুকু দেখা উচিত আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তার পরিবারও এটা দেখছে, সেও দেখবে, তার বন্ধু মহল দেখবে, সবাই দেখবে। এতে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন নাকি আলোচনা নাকি সমালোচনা আপনিও এটা অবশ্যই মাথায় রেখে আপনার কথাগুলো পেশ করবেন ৷ আমাদের ছেলে, আমাদের দেশের মানুষ, আমরা সবাই এক। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আসলে কি জন্য কেনইবা বলছি আজকে আমি জানি।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে