ক্রীড়া ডেস্ক
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা হতাশার কেটেছে আয়ারল্যান্ডের বোলারদের। হতাশার মাঝেও অ্যান্ডি ম্যাকব্রাইন চাইলে খুঁজে নিতে পারেন ‘স্বস্তি’। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন আইরিশ এই স্পিনার।
গতকাল প্রথম দিনের শেষ বলে তামিমকে ফিরিয়ে উইকেট নেওয়া শুরু করেন ম্যাকব্রাইন। প্রথম দিনের শেষের পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন দ্বিতীয় দিনেও নিয়ে এসেছেন আইরিশ এই স্পিনার। আক্রমণাত্মক ব্যাটিং করা সাকিব আল হাসানকে উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী করেছেন ম্যাকব্রাইন। ৯৪ বলে ৮৭ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে ভেঙে যায় সাকিব-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি। সাকিবের পর সেঞ্চুরিয়ান মুশফিককে ফেরান ম্যাকব্রাইন।
সাকিব, মুশফিককে ফেরানোর পর বাংলাদেশের লেজ দ্রুত গুটিয়ে নেওয়ার দায়িত্বটাও যেন নিয়েছেন ম্যাকব্রাইন। মুশফিকের পর বোল্ড করেন তাইজুল ইসলামকে। এরপর শরীফুল ইসলামকে এলবিডব্লু করে আয়ারল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। আর ইবাদতকে কট বিহাইন্ড করে নিজের ষষ্ঠ উইকেট নেন আইরিশ এই স্পিনার। ২৮ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট, যা টেস্টে আইরিশ বোলারদের মধ্যে সেরা বোলিং।
প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড ধুঁকছে সাকিব ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে। ৪ উইকেটে ১৪ রান করেছে আইরিশরা।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা হতাশার কেটেছে আয়ারল্যান্ডের বোলারদের। হতাশার মাঝেও অ্যান্ডি ম্যাকব্রাইন চাইলে খুঁজে নিতে পারেন ‘স্বস্তি’। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন আইরিশ এই স্পিনার।
গতকাল প্রথম দিনের শেষ বলে তামিমকে ফিরিয়ে উইকেট নেওয়া শুরু করেন ম্যাকব্রাইন। প্রথম দিনের শেষের পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন দ্বিতীয় দিনেও নিয়ে এসেছেন আইরিশ এই স্পিনার। আক্রমণাত্মক ব্যাটিং করা সাকিব আল হাসানকে উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী করেছেন ম্যাকব্রাইন। ৯৪ বলে ৮৭ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে ভেঙে যায় সাকিব-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি। সাকিবের পর সেঞ্চুরিয়ান মুশফিককে ফেরান ম্যাকব্রাইন।
সাকিব, মুশফিককে ফেরানোর পর বাংলাদেশের লেজ দ্রুত গুটিয়ে নেওয়ার দায়িত্বটাও যেন নিয়েছেন ম্যাকব্রাইন। মুশফিকের পর বোল্ড করেন তাইজুল ইসলামকে। এরপর শরীফুল ইসলামকে এলবিডব্লু করে আয়ারল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। আর ইবাদতকে কট বিহাইন্ড করে নিজের ষষ্ঠ উইকেট নেন আইরিশ এই স্পিনার। ২৮ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট, যা টেস্টে আইরিশ বোলারদের মধ্যে সেরা বোলিং।
প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড ধুঁকছে সাকিব ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে। ৪ উইকেটে ১৪ রান করেছে আইরিশরা।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে