ক্রীড়া ডেস্ক
শুভমান গিলকে বছর শেষ হওয়ারও সময় দিলেন না যশস্বী জয়সওয়াল। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গিল। তাঁর সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন পূর্বসূরি সুরেশ রায়নার রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। রায়নার সেই রেকর্ড ভাঙতে ১৩ বছর লাগলেও গিলের গড়া কীর্তি মুছতে মাত্র ৮ মাস লাগল জয়সওয়ালের।
এশিয়ান গেমসে আজ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য ড্রেসিংরুমে ফেরেন তিনি। তাঁর সেঞ্চুরিতে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএল মাতানো রিংকু সিং।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারলেও দুর্দান্ত জবাব দিয়েছে নেপাল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১৭৯ রান করেছে হিমালয়ের দেশ। চার ব্যাটার খেলেছেন পঁচিশোর্ধ্ব ইনিংস। সর্বোচ্চ রান করেছেন এশিয়ান গেমসেই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া দীপেন্দ্র সিং। ১৫ বলে ৩২ রান করার আগে বোলিংয়ে ২ উইকেটও নিয়েছেন তিনি।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে দীপেন্দ্রকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। আগামীকাল অবশ্য শেষ আটের ম্যাচে মালয়েশিয়াকে হারাতে হবে বাংলাদেশকে।
শুভমান গিলকে বছর শেষ হওয়ারও সময় দিলেন না যশস্বী জয়সওয়াল। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গিল। তাঁর সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন পূর্বসূরি সুরেশ রায়নার রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। রায়নার সেই রেকর্ড ভাঙতে ১৩ বছর লাগলেও গিলের গড়া কীর্তি মুছতে মাত্র ৮ মাস লাগল জয়সওয়ালের।
এশিয়ান গেমসে আজ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য ড্রেসিংরুমে ফেরেন তিনি। তাঁর সেঞ্চুরিতে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএল মাতানো রিংকু সিং।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারলেও দুর্দান্ত জবাব দিয়েছে নেপাল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১৭৯ রান করেছে হিমালয়ের দেশ। চার ব্যাটার খেলেছেন পঁচিশোর্ধ্ব ইনিংস। সর্বোচ্চ রান করেছেন এশিয়ান গেমসেই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া দীপেন্দ্র সিং। ১৫ বলে ৩২ রান করার আগে বোলিংয়ে ২ উইকেটও নিয়েছেন তিনি।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে দীপেন্দ্রকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। আগামীকাল অবশ্য শেষ আটের ম্যাচে মালয়েশিয়াকে হারাতে হবে বাংলাদেশকে।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে