নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে কারা খেলবে, তা ঠিক হয়ে গেছে গতকালই। লিগ পর্বে প্রত্যেক দলের এখনো এক-দুটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু শেষ চার ঠিক হয়ে যাওয়ায়, মাঠে বিপিএলের আমেজও যেন কিছুটা কম দেখা গেছে। গতকাল দর্শকে পূর্ণ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে দর্শকের উপস্থিতি তুলনামূলক কমই ছিল।
মাঠে লড়াইয়ের ঝাঁজ অবশ্য ঠিকই ছিল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল কুমিল্লা। তবুও চট্টগ্রামের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি তারা। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে জয় নিয়েই ফিরেছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
কুমিল্লার লক্ষ্য কী, তা বলার অপেক্ষা রাখে না—পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। শীর্ষ দুই দল খেলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার। সেখান জিতলেই ফাইনাল। হারলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই লড়াইটা অব্যাহতই রাখলেন ইমরুল কায়েসরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে কুমিল্লা।
রিজওয়ানের ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে সহজেই ১৫৭ রান করে ফেলে কুমিল্লা। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেট ১৫৬ রান করে চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে পেসার হাসান আলি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৭ দিয়ে অফ-স্পিনার তানভীর ইসলামও নেন ২ উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে কারা খেলবে, তা ঠিক হয়ে গেছে গতকালই। লিগ পর্বে প্রত্যেক দলের এখনো এক-দুটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু শেষ চার ঠিক হয়ে যাওয়ায়, মাঠে বিপিএলের আমেজও যেন কিছুটা কম দেখা গেছে। গতকাল দর্শকে পূর্ণ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে দর্শকের উপস্থিতি তুলনামূলক কমই ছিল।
মাঠে লড়াইয়ের ঝাঁজ অবশ্য ঠিকই ছিল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল কুমিল্লা। তবুও চট্টগ্রামের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি তারা। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে জয় নিয়েই ফিরেছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
কুমিল্লার লক্ষ্য কী, তা বলার অপেক্ষা রাখে না—পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। শীর্ষ দুই দল খেলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার। সেখান জিতলেই ফাইনাল। হারলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই লড়াইটা অব্যাহতই রাখলেন ইমরুল কায়েসরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে কুমিল্লা।
রিজওয়ানের ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে সহজেই ১৫৭ রান করে ফেলে কুমিল্লা। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেট ১৫৬ রান করে চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে পেসার হাসান আলি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৭ দিয়ে অফ-স্পিনার তানভীর ইসলামও নেন ২ উইকেট।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৪২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে