ক্রীড়া ডেস্ক
ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল আজ। সন্ধ্যা ৮টায় তাদের দেওয়া ব্রেকিং নিউজ সত্যিকার অর্থেই ক্রিকেটভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। যে শেন ওয়ার্নের বিদায় সংবাদ নিয়ে এল শোকের আবহ, সেই কিংবদন্তি লেগিই মৃত্যুর কিছুক্ষণ আগে সত্তর দশকের অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শের বিদায়ে শোক জানিয়ে টুইট করেছিলেন।
নিজের করা শেষ টুইটে রড মার্শকে উদ্দেশ্য করে শেন ওয়ার্ন লেখেন, ‘রড মার্শের চলে যাওয়ার খবরে ভীষণ দুঃখ পেয়েছি। এই খেলার একজন কিংবদন্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন বহু ছেলে-মেয়ের অনুপ্রেরণার উৎস। রড ক্রিকেটকে গভীরভাবে অনুভব করতেন, বিশেষত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (ক্রিকেট) খেলোয়াড়দের জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন। রড ও তাঁর পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা।’সদ্যবিদায়ী সতীর্থের আত্মার শান্তি কামনা করে শেন নিজের টুইটটি শেষ করেন।
শেন ওয়ার্ন এই টুইট করেছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। আর সন্ধ্যা ৮টার দিকে আসে তাঁর মৃত্যুর খবর।
নিঃসন্দেহে আজ অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অনেক বড় শোকের দিন। এত কম সময়ের ব্যবধানে রড মার্শ ও শেন ওয়ার্নের মতো ক্রিকেট কিংবদন্তিকে হারানো শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে।
আরও পড়ুন:
ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল আজ। সন্ধ্যা ৮টায় তাদের দেওয়া ব্রেকিং নিউজ সত্যিকার অর্থেই ক্রিকেটভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। যে শেন ওয়ার্নের বিদায় সংবাদ নিয়ে এল শোকের আবহ, সেই কিংবদন্তি লেগিই মৃত্যুর কিছুক্ষণ আগে সত্তর দশকের অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শের বিদায়ে শোক জানিয়ে টুইট করেছিলেন।
নিজের করা শেষ টুইটে রড মার্শকে উদ্দেশ্য করে শেন ওয়ার্ন লেখেন, ‘রড মার্শের চলে যাওয়ার খবরে ভীষণ দুঃখ পেয়েছি। এই খেলার একজন কিংবদন্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন বহু ছেলে-মেয়ের অনুপ্রেরণার উৎস। রড ক্রিকেটকে গভীরভাবে অনুভব করতেন, বিশেষত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (ক্রিকেট) খেলোয়াড়দের জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন। রড ও তাঁর পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা।’সদ্যবিদায়ী সতীর্থের আত্মার শান্তি কামনা করে শেন নিজের টুইটটি শেষ করেন।
শেন ওয়ার্ন এই টুইট করেছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। আর সন্ধ্যা ৮টার দিকে আসে তাঁর মৃত্যুর খবর।
নিঃসন্দেহে আজ অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অনেক বড় শোকের দিন। এত কম সময়ের ব্যবধানে রড মার্শ ও শেন ওয়ার্নের মতো ক্রিকেট কিংবদন্তিকে হারানো শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে