ক্রীড়া ডেস্ক
সৌম্য সরকারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে রেকর্ড ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের মাটিতে সর্বোচ্চ রানের লক্ষ্য দিয়েও জয় পেল না। উল্টো প্রতিপক্ষের কাছে ৭ উইকেটের হার দেখতে হলো বাংলাদেশকে। এতে এক ম্যাচ বাকি থাকতে ২–০ ব্যবধানে সিরিজও জিতল স্বাগতিকেরা।
নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ২৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের ৭৬ রানের ওপেনিং জুটি এনে দেন দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। রিশাদের দুর্দান্ত ক্যাচে রাচিন ৪৫ রানে হাসান মাহমুদের বলে ফিরলেও দলের জয়ের ভিত গড়ে দেন ইয়াং ও হেনরি নিকোলস।
দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১২৮ রান যোগ করেন দলীয় খাতায়। ইয়াং-নিকোলসের দুর্দান্ত জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশও। শেষ দিকে দুই ব্যাটারকে সেঞ্চুরি করতে না দিলেও ম্যাচ ঠিকই জিতেছে নিউজিল্যান্ড। ৮৯ রানে ইয়াংকে কট অ্যান্ড বোল্ড করেন হাসান।
ইয়াং যখন আউট হলেন, তখন নিউজিল্যান্ডের দলীয় রান ছিল ২ উইকেটে ২০৪। সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও বাংলাদেশের বোলাররা পাত্তাই পাননি প্রতিপক্ষের ব্যাটারদের কাছে। অধিনায়ক টম লাথামকে নিয়ে বাকি কাজটুকু প্রায় শেষেই করেছিলেন নিকোলস। তবে দলের জয়ের জন্য যখন ৩২ রান প্রয়োজন, ঠিক তখনই আউট হয়ে গেলেন তিনি। ব্যক্তিগত ৯৫ রানে শরিফুলের শিকার হন এই ব্যাটার।
তবে জয়ের বাকি কাজটুকু ভালোভাবেই সেরেছেন লাথাম ও টম ব্ল্যান্ডেল। ২২ বল হাতে রেখে দলকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন তাঁরা। অধিনায়ক লাথামের ৩৪ রানের বিপরীতে ২৪ রানে অপরাজিত থাকেন ব্ল্যান্ডেল। ৫৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান।
বাংলাদেশের হারে সৌম্যের দুর্দান্ত সেঞ্চুরিটি বৃথাই গেল। অনেক দিন পর আজ বিধ্বংসী এক ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। কিন্তু তাঁর ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের ইনিংসটি দলের কোনো প্রয়োজনেই এল না। তাঁর ইনিংসেই ভর করে প্রতিপক্ষের বিপক্ষে ২৯১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। কিউইদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রোয়ার্কে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সৌম্য। কিন্তু পাঁচ বছর পর পাওয়া সেঞ্চুরিটি দলকে জয় এনে দিতে পারল না। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন ছয়ে নামা মুশফিকুর রহিম। জয় না পেলেও ২২ চার ও ২ ছক্কার ইনিংসে বেশ কিছু রেকর্ড গড়েছেন সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস তাঁর।
আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় কিংবদন্তি। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে যেহেতু সবার শীর্ষে, সেহেতু না বললেও চলে যে জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে ২০১৫ সালে তাদের মাটিতে বাংলাদেশের হয়ে এত দিন অপরাজিত ১২৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।
শচীনের মতো আজ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল লিটন দাসকেও। বর্তমানে ১৭৬ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার লিটন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। লিটনকে না পারলেও অন্য সতীর্থদের ছাড়িয়ে গেছেন সৌম্য। ইমরুল কায়েস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের পেছনে ফেলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা স্কোরার এখন তিনি।
সৌম্য সরকারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে রেকর্ড ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের মাটিতে সর্বোচ্চ রানের লক্ষ্য দিয়েও জয় পেল না। উল্টো প্রতিপক্ষের কাছে ৭ উইকেটের হার দেখতে হলো বাংলাদেশকে। এতে এক ম্যাচ বাকি থাকতে ২–০ ব্যবধানে সিরিজও জিতল স্বাগতিকেরা।
নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ২৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের ৭৬ রানের ওপেনিং জুটি এনে দেন দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। রিশাদের দুর্দান্ত ক্যাচে রাচিন ৪৫ রানে হাসান মাহমুদের বলে ফিরলেও দলের জয়ের ভিত গড়ে দেন ইয়াং ও হেনরি নিকোলস।
দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১২৮ রান যোগ করেন দলীয় খাতায়। ইয়াং-নিকোলসের দুর্দান্ত জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশও। শেষ দিকে দুই ব্যাটারকে সেঞ্চুরি করতে না দিলেও ম্যাচ ঠিকই জিতেছে নিউজিল্যান্ড। ৮৯ রানে ইয়াংকে কট অ্যান্ড বোল্ড করেন হাসান।
ইয়াং যখন আউট হলেন, তখন নিউজিল্যান্ডের দলীয় রান ছিল ২ উইকেটে ২০৪। সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও বাংলাদেশের বোলাররা পাত্তাই পাননি প্রতিপক্ষের ব্যাটারদের কাছে। অধিনায়ক টম লাথামকে নিয়ে বাকি কাজটুকু প্রায় শেষেই করেছিলেন নিকোলস। তবে দলের জয়ের জন্য যখন ৩২ রান প্রয়োজন, ঠিক তখনই আউট হয়ে গেলেন তিনি। ব্যক্তিগত ৯৫ রানে শরিফুলের শিকার হন এই ব্যাটার।
তবে জয়ের বাকি কাজটুকু ভালোভাবেই সেরেছেন লাথাম ও টম ব্ল্যান্ডেল। ২২ বল হাতে রেখে দলকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন তাঁরা। অধিনায়ক লাথামের ৩৪ রানের বিপরীতে ২৪ রানে অপরাজিত থাকেন ব্ল্যান্ডেল। ৫৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান।
বাংলাদেশের হারে সৌম্যের দুর্দান্ত সেঞ্চুরিটি বৃথাই গেল। অনেক দিন পর আজ বিধ্বংসী এক ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। কিন্তু তাঁর ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের ইনিংসটি দলের কোনো প্রয়োজনেই এল না। তাঁর ইনিংসেই ভর করে প্রতিপক্ষের বিপক্ষে ২৯১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। কিউইদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রোয়ার্কে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সৌম্য। কিন্তু পাঁচ বছর পর পাওয়া সেঞ্চুরিটি দলকে জয় এনে দিতে পারল না। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন ছয়ে নামা মুশফিকুর রহিম। জয় না পেলেও ২২ চার ও ২ ছক্কার ইনিংসে বেশ কিছু রেকর্ড গড়েছেন সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস তাঁর।
আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় কিংবদন্তি। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে যেহেতু সবার শীর্ষে, সেহেতু না বললেও চলে যে জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে ২০১৫ সালে তাদের মাটিতে বাংলাদেশের হয়ে এত দিন অপরাজিত ১২৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।
শচীনের মতো আজ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল লিটন দাসকেও। বর্তমানে ১৭৬ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার লিটন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। লিটনকে না পারলেও অন্য সতীর্থদের ছাড়িয়ে গেছেন সৌম্য। ইমরুল কায়েস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের পেছনে ফেলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা স্কোরার এখন তিনি।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৯ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে