নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে