নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
দলের প্রতিনিধি হয়ে আগের দিন সংবাদমাধ্যমকে তাই একটু ঘুরিয়ে এই চাওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, ‘এখনো সুযোগ আছে আমাদের। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ বাকি। তবে ব্যাকফুটে থাকায় দুটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরের ম্যাচটার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
তা গুরুত্ব যতই দিক বাংলাদেশের ক্রিকেটাররা, মাঠে নেমে ম্যাচ পরিস্থিতির দাবি মেনে মিরাজ, শান্তরা খেলতে না পারলে কাজের কাছ কিছুই হবে না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর জেতার মতো অবস্থায় থেকে বাংলাদেশের হার দেখে সেদিন বানরের তৈলাক্ত বাঁশের মাথায় ওঠার গল্পটাই মাথায় এসেছিল। ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতোই কষ্ট করে ২৩৫ রানের পুঁজি গড়ে। আর বাংলাদেশের ইনিংসটি ছিল বাঁশের ওপরের দিক থেকে বানরের নিচে নামার মতো; তখন বাঁশে তেল লেগে ছিল বলেই নিচে নামাটা দ্রুত হয়েছে। ভাবা যায়, ২ উইকেটে ১২০ রান তোলার পর পরের ২৩ রানেই শেষ বাংলাদেশের ৮ উইকেট।
আগের ম্যাচে মিরাজ অবশ্য স্বীকার করে নিলেন, তাঁরা ভুল করেছেন; তিনি ও শান্ত উইকেট থিতু হওয়ার পরও খেলা চালিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আর থিতু ব্যাটাররাই যখন ব্যর্থ, তখন পরের ব্যাটারদের আসা-যাওয়ার কৈফিয়ত তলবের মানে হয় না! তবে ভুল শুধরেই আজ মরু শারজায় সিরিজ বাঁচানোর শেষ সুযোগটাকে কাজে লাগাতে চান মিরাজ, ‘অনেক দিন পর খেলেছি এই মাঠে, একটা আইডিয়া হয়েছে। মোমেন্টাম কীভাবে ধরে রাখতে হবে, সেটা আমরা অনুশীলন করছি।’
এমনিতেই নড়বড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ, তার ওপর দুঃসংবাদ আঙুলের চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহিম। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনিককে।
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
দলের প্রতিনিধি হয়ে আগের দিন সংবাদমাধ্যমকে তাই একটু ঘুরিয়ে এই চাওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, ‘এখনো সুযোগ আছে আমাদের। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ বাকি। তবে ব্যাকফুটে থাকায় দুটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরের ম্যাচটার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
তা গুরুত্ব যতই দিক বাংলাদেশের ক্রিকেটাররা, মাঠে নেমে ম্যাচ পরিস্থিতির দাবি মেনে মিরাজ, শান্তরা খেলতে না পারলে কাজের কাছ কিছুই হবে না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর জেতার মতো অবস্থায় থেকে বাংলাদেশের হার দেখে সেদিন বানরের তৈলাক্ত বাঁশের মাথায় ওঠার গল্পটাই মাথায় এসেছিল। ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতোই কষ্ট করে ২৩৫ রানের পুঁজি গড়ে। আর বাংলাদেশের ইনিংসটি ছিল বাঁশের ওপরের দিক থেকে বানরের নিচে নামার মতো; তখন বাঁশে তেল লেগে ছিল বলেই নিচে নামাটা দ্রুত হয়েছে। ভাবা যায়, ২ উইকেটে ১২০ রান তোলার পর পরের ২৩ রানেই শেষ বাংলাদেশের ৮ উইকেট।
আগের ম্যাচে মিরাজ অবশ্য স্বীকার করে নিলেন, তাঁরা ভুল করেছেন; তিনি ও শান্ত উইকেট থিতু হওয়ার পরও খেলা চালিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আর থিতু ব্যাটাররাই যখন ব্যর্থ, তখন পরের ব্যাটারদের আসা-যাওয়ার কৈফিয়ত তলবের মানে হয় না! তবে ভুল শুধরেই আজ মরু শারজায় সিরিজ বাঁচানোর শেষ সুযোগটাকে কাজে লাগাতে চান মিরাজ, ‘অনেক দিন পর খেলেছি এই মাঠে, একটা আইডিয়া হয়েছে। মোমেন্টাম কীভাবে ধরে রাখতে হবে, সেটা আমরা অনুশীলন করছি।’
এমনিতেই নড়বড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ, তার ওপর দুঃসংবাদ আঙুলের চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহিম। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনিককে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ মিনিট আগেবাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৪১ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে