ক্রীড়া ডেস্ক
লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরিয়ান নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন আনায়া। এতে শেষ হয়ে গেল তাঁর পেশাদার ক্রিকেট খেলার স্বপ্নও! সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন আনায়া বাঙ্গার। এ নামেই এখন তাঁর অ্যাকাউন্ট।
আরিয়ানের স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। খেলা শুরুও করেছিলেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এ বাঁহাতি ব্যাটার।
আরিয়ানের বাবা সঞ্জয় ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচও ছিলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচও ছিলেন সঞ্জয়। তাঁর সন্তান আরিয়ান ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। পরিকল্পনামতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ করেন। গত ১০ মাস ধরে চলেছে প্রক্রিয়া।
সেই সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনায়া। ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে আনায়াকে। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিতরা মহিলাদের ক্রিকেট খেলতে পারবেন না। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখাতে এ নিয়ম করা হয়।
লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরিয়ান নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন আনায়া। এতে শেষ হয়ে গেল তাঁর পেশাদার ক্রিকেট খেলার স্বপ্নও! সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন আনায়া বাঙ্গার। এ নামেই এখন তাঁর অ্যাকাউন্ট।
আরিয়ানের স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। খেলা শুরুও করেছিলেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এ বাঁহাতি ব্যাটার।
আরিয়ানের বাবা সঞ্জয় ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচও ছিলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচও ছিলেন সঞ্জয়। তাঁর সন্তান আরিয়ান ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। পরিকল্পনামতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ করেন। গত ১০ মাস ধরে চলেছে প্রক্রিয়া।
সেই সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনায়া। ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে আনায়াকে। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিতরা মহিলাদের ক্রিকেট খেলতে পারবেন না। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখাতে এ নিয়ম করা হয়।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে