ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে