ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচটা ছিল আল্লাহ মোহাম্মদ গজনফারের জন্য মাত্র আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ। অথচ তাঁর রহস্যময় বোলিং দেখে কী করে সেটা বোঝা যাবে। বলতে গেলে তিনি তো একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
২৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ গত রাতে ১৪৩ রানে শেষ। শারজায় প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের গজনফার বোকা বানিয়েছেন জাদুকরী বোলিংয়ে। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট (মুশফিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ) নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড সেখানেই ভেঙে দিলেন গজনফার। নাজমুল হোসেন শান্তদের কফিনে শেষ পেরেক গজনফার ঠুকে দিয়েছেন শরীফুল ইসলামকে বোল্ড করে। ২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে গজনফারের হাতে। ম্যাচ শেষে ১৮ বছর বয়সী আফগান স্পিনার বলেন, ‘যখন প্রথম স্পেলে বোলিং করতে আসি, ছন্দ ভালো ছিল। ১ উইকেট পেয়েছি। কিন্তু উইকেটটা পাওয়ার পর বোলিংটা ভালো হয়নি। তারপর দ্বিতীয় স্পেলে চিন্তা করেছিলাম শক্তিশালী হয়ে ফিরব এবং সেটা করতে পেরেছি। চেষ্টা করেছি এবং দলকে জয় এনে দিয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে গজনফারের পথচলাটা শুরু এ বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়তে তাঁর লাগল ৬ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিংয়ের (২৬ রানে ৬ উইকেট) কীর্তিটা গজনফার বাংলাদেশের বিপক্ষে করলেন গত রাতেই। আফগান এই তরুণ স্পিনার বলেন, ‘দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই স্বপ্ন। আমারও এমন স্বপ্ন ছিল। সেটা আজ (গতকাল) পূর্ণ হয়েছে।’
বড় ব্যবধানে হারের রাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানের বোলারদের। গজনফারের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আফগানিস্তানের রহস্যময় স্পিনার থাকেই সব সময়। প্রত্যেকেই ভালো বোলিং করেছে। সে (গজনফার) সত্যিই অনেক দারুণ বোলিং করেছে।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিংয়ের কীর্তিটাও গত রাতে নিজের করে নিয়েছেন গজনফার। এর আগে এই কীর্তি ছিল ইশ সোধির। ২০২৩ সালে মিরপুরে সোধিও নিয়েছিলেন ৬ উইকেট। তবে নিউজিল্যান্ডের লেগস্পিনার খরচ করেছিলেন ৩৯ রান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিং
বোলিং দল ভেন্যু সাল
আল্লাহ গজনফার ৬/২৬ আফগানিস্তান শারজা ২০২৪
ইশ সোধি ৬/৩৯ নিউজিল্যান্ড মিরপুর ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি ৫/৭ নিউজিল্যান্ড কুইনস্টাউন ২০০৭
শহীদ আফ্রিদি ৫/২৩ পাকিস্তান মিরপুর ২০১১
মুত্তিয়া মুরালিধরন ৫/৩১ শ্রীলঙ্কা করাচি ২০০৮
আসিফ করিম ৫/৩৩ কেনিয়া নাইরোবি ১৯৯৭
সাকলাইন মুশতাক ৫/৩৫ পাকিস্তান নর্দাম্পটন ১৯৯৯
সাকলাইন মুশতাক ৫/৩৮ পাকিস্তান কলম্বো ১৯৯৭
শারজায় গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচটা ছিল আল্লাহ মোহাম্মদ গজনফারের জন্য মাত্র আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ। অথচ তাঁর রহস্যময় বোলিং দেখে কী করে সেটা বোঝা যাবে। বলতে গেলে তিনি তো একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
২৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ গত রাতে ১৪৩ রানে শেষ। শারজায় প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের গজনফার বোকা বানিয়েছেন জাদুকরী বোলিংয়ে। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট (মুশফিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ) নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড সেখানেই ভেঙে দিলেন গজনফার। নাজমুল হোসেন শান্তদের কফিনে শেষ পেরেক গজনফার ঠুকে দিয়েছেন শরীফুল ইসলামকে বোল্ড করে। ২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে গজনফারের হাতে। ম্যাচ শেষে ১৮ বছর বয়সী আফগান স্পিনার বলেন, ‘যখন প্রথম স্পেলে বোলিং করতে আসি, ছন্দ ভালো ছিল। ১ উইকেট পেয়েছি। কিন্তু উইকেটটা পাওয়ার পর বোলিংটা ভালো হয়নি। তারপর দ্বিতীয় স্পেলে চিন্তা করেছিলাম শক্তিশালী হয়ে ফিরব এবং সেটা করতে পেরেছি। চেষ্টা করেছি এবং দলকে জয় এনে দিয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে গজনফারের পথচলাটা শুরু এ বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়তে তাঁর লাগল ৬ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিংয়ের (২৬ রানে ৬ উইকেট) কীর্তিটা গজনফার বাংলাদেশের বিপক্ষে করলেন গত রাতেই। আফগান এই তরুণ স্পিনার বলেন, ‘দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই স্বপ্ন। আমারও এমন স্বপ্ন ছিল। সেটা আজ (গতকাল) পূর্ণ হয়েছে।’
বড় ব্যবধানে হারের রাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানের বোলারদের। গজনফারের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আফগানিস্তানের রহস্যময় স্পিনার থাকেই সব সময়। প্রত্যেকেই ভালো বোলিং করেছে। সে (গজনফার) সত্যিই অনেক দারুণ বোলিং করেছে।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিংয়ের কীর্তিটাও গত রাতে নিজের করে নিয়েছেন গজনফার। এর আগে এই কীর্তি ছিল ইশ সোধির। ২০২৩ সালে মিরপুরে সোধিও নিয়েছিলেন ৬ উইকেট। তবে নিউজিল্যান্ডের লেগস্পিনার খরচ করেছিলেন ৩৯ রান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিং
বোলিং দল ভেন্যু সাল
আল্লাহ গজনফার ৬/২৬ আফগানিস্তান শারজা ২০২৪
ইশ সোধি ৬/৩৯ নিউজিল্যান্ড মিরপুর ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি ৫/৭ নিউজিল্যান্ড কুইনস্টাউন ২০০৭
শহীদ আফ্রিদি ৫/২৩ পাকিস্তান মিরপুর ২০১১
মুত্তিয়া মুরালিধরন ৫/৩১ শ্রীলঙ্কা করাচি ২০০৮
আসিফ করিম ৫/৩৩ কেনিয়া নাইরোবি ১৯৯৭
সাকলাইন মুশতাক ৫/৩৫ পাকিস্তান নর্দাম্পটন ১৯৯৯
সাকলাইন মুশতাক ৫/৩৮ পাকিস্তান কলম্বো ১৯৯৭
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১১ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে