ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসানের কাছে যে ২০২৩ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, তা আগেই জানা গিয়েছিল। সেই বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেছে সাকিবের নেতৃত্ব। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার আগেই শেষ হয়েছে সাকিবের বিশ্বকাপ। চোটে পড়ায় এবারের বিশ্বকাপে আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের বাহাতি স্পিনিং অলরাউন্ডারকে। একের পর এক রেকর্ড গড়া সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে গেল এভাবেই।
২০০৬ সালে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সাকিবের। ঠিক তার পরের বছর ২০০৭ বিশ্বকাপেই সুযোগ পেয়ে যান তিনি। পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ বছর বয়সে শুরু হয় সাকিবের বিশ্বকাপ অভিযান। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ৫ উইকেটের জয়ের ম্যাচেই ফিফটির দেখা পান সাকিব। ৮৬ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৫৩ রান। সেই ম্যাচে অবশ্য উইকেটের দেখা পাননি তিনি। এরপর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে যান বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপে নিজের প্রথম উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটার মাহেলা জয়বর্ধনেকে আউট করে।
২০০৭ বিশ্বকাপে সুপার এইটে যেতে বারমুডাকে হারাতেই হতো বাংলাদেশকে। পোর্ট অব স্পেনে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব। ৩ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। ভারতের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই বিশ্বকাপেই বাংলাদেশ দেখায় দ্বিতীয় চমক। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৮৭ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে মার্ক বাউচার ও জাস্টিন কেম্প-এই দুই প্রোটিয়া ব্যাটারের গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়েছেন সাকিব। ভারতের পর সেই বিশ্বকাপে আরও এক ফিফটি পেয়েছেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের ৯৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস ভেস্তে যায় বাংলাদেশ ৪ উইকেটে হেরে যাওয়ায়। নিজের প্রথম বিশ্বকাপে ২৮.৮৫ গড় ও ৫৭.২২ স্ট্রাইক রেটে করেছেন ২০২ রান। আর বোলিংয়ে ৪.৯৬ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
২০১১ সালে নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সাকিব খেলেছেন অধিনায়ক হিসেবে। সেই ম্যাচ বাংলাদেশ ৩টি করে ম্যাচ হেরেছিল ও জিতেছিল ঠিকই। তবে সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার বিব্রতকর কীর্তিও রয়েছে বাংলাদেশের। সেই বিশ্বকাপে বোলিংয়ে ৪.৮১ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তবে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। চার বছর পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বাংলাদেশ খেলতে যায় নিজেদের পঞ্চম বিশ্বকাপ। এই বিশ্বকাপকে এখনো পর্যন্ত ধরা হয় বাংলাদেশের সেরা বিশ্বকাপ। ইংল্যান্ডকে ছিটকে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব এই বিশ্বকাপে ব্যাটিংয়ে ছিলেন দুর্দান্ত। ৩৯.২০ গড় ও ৯৩.৭৭ স্ট্রাইক রেটে করেছেন ১৯৬ রান। আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুটি ফিফটি করেছেন।
২০১৯ বিশ্বকাপে ভেন্যু বদলানোর সঙ্গে সঙ্গে ফরম্যাটও বদলে যায়। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ ছিল ১০ দলের রাউন রবিন ফরম্যাটে। এই বিশ্বকাপে সাকিব ছিলেন অতিমানবীয় ফর্মে। ব্যাটিংয়ে ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন ৬০৬ রান। যে ৮ ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল, তার মধ্যে ৭ টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান-যে তিন ম্যাচ বাংলাদেশ জিতেছিল, সবগুলোতেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ১১৯ বলে ১২১ রানের ইনিংসটাই ছিল সাকিবের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাকিব। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ভারত, পাকিস্তান-পাঁচ ম্যাচেই করেছেন ফিফটি। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। বোলিংয়ে এই বিশ্বকাপে ৫.৩৯ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
২০১৯ বিশ্বকাপের মতো ১০ দল ও রাউন্ড রবিন ফরম্যাটে হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ভারতের মাঠে হওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব। এশিয়ান কন্ডিশনে হওয়ায় সাকিবের থেকে ভক্ত সমর্থকদের প্রত্যাশা একটু বেশি ছিল। তবে ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারেননি বাংলাদেশের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। দলেরও পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে হতাশাজনক বিশ্বকাপ সাকিব কিছুটা হলেও স্মরণীয় করে রেখেছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় করেছেন ৮২ রান। যা এবারের বিশ্বকাপে তাঁর প্রথম ফিফটি। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। বাংলাদেশের ৩ উইকেটের জয়ে বিশ্বকাপে নিজের প্রথম ও শেষ দুই ম্যাচেই জয় পেয়েছেন সাকিব।
২০০৭ থেকে ২০২৩-৫ বিশ্বকাপ খেলে ৩৬ ম্যাচে ৪১.৬২ গড় ও ৮২.২৭ স্ট্রাইক রেটে করেছেন ১৩৩২ রান। বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডে শচীন টেন্ডুলকার (২১), বিরাট কোহলির (১৪) পরেই আছেন সাকিব। আর বোলিংয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে ৫.১৪ ইকোনমিতে নিয়েছেন ৪৩ উইকেট। স্পিনারদের মধ্যে বিশ্বকাপে সাকিবের ওপরে শুধুই আছেন ৬৮ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন।
সাকিব আল হাসানের কাছে যে ২০২৩ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, তা আগেই জানা গিয়েছিল। সেই বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেছে সাকিবের নেতৃত্ব। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার আগেই শেষ হয়েছে সাকিবের বিশ্বকাপ। চোটে পড়ায় এবারের বিশ্বকাপে আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের বাহাতি স্পিনিং অলরাউন্ডারকে। একের পর এক রেকর্ড গড়া সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে গেল এভাবেই।
২০০৬ সালে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সাকিবের। ঠিক তার পরের বছর ২০০৭ বিশ্বকাপেই সুযোগ পেয়ে যান তিনি। পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ বছর বয়সে শুরু হয় সাকিবের বিশ্বকাপ অভিযান। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ৫ উইকেটের জয়ের ম্যাচেই ফিফটির দেখা পান সাকিব। ৮৬ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৫৩ রান। সেই ম্যাচে অবশ্য উইকেটের দেখা পাননি তিনি। এরপর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে যান বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপে নিজের প্রথম উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটার মাহেলা জয়বর্ধনেকে আউট করে।
২০০৭ বিশ্বকাপে সুপার এইটে যেতে বারমুডাকে হারাতেই হতো বাংলাদেশকে। পোর্ট অব স্পেনে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব। ৩ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। ভারতের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই বিশ্বকাপেই বাংলাদেশ দেখায় দ্বিতীয় চমক। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৮৭ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে মার্ক বাউচার ও জাস্টিন কেম্প-এই দুই প্রোটিয়া ব্যাটারের গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়েছেন সাকিব। ভারতের পর সেই বিশ্বকাপে আরও এক ফিফটি পেয়েছেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের ৯৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস ভেস্তে যায় বাংলাদেশ ৪ উইকেটে হেরে যাওয়ায়। নিজের প্রথম বিশ্বকাপে ২৮.৮৫ গড় ও ৫৭.২২ স্ট্রাইক রেটে করেছেন ২০২ রান। আর বোলিংয়ে ৪.৯৬ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
২০১১ সালে নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সাকিব খেলেছেন অধিনায়ক হিসেবে। সেই ম্যাচ বাংলাদেশ ৩টি করে ম্যাচ হেরেছিল ও জিতেছিল ঠিকই। তবে সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার বিব্রতকর কীর্তিও রয়েছে বাংলাদেশের। সেই বিশ্বকাপে বোলিংয়ে ৪.৮১ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তবে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। চার বছর পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বাংলাদেশ খেলতে যায় নিজেদের পঞ্চম বিশ্বকাপ। এই বিশ্বকাপকে এখনো পর্যন্ত ধরা হয় বাংলাদেশের সেরা বিশ্বকাপ। ইংল্যান্ডকে ছিটকে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব এই বিশ্বকাপে ব্যাটিংয়ে ছিলেন দুর্দান্ত। ৩৯.২০ গড় ও ৯৩.৭৭ স্ট্রাইক রেটে করেছেন ১৯৬ রান। আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুটি ফিফটি করেছেন।
২০১৯ বিশ্বকাপে ভেন্যু বদলানোর সঙ্গে সঙ্গে ফরম্যাটও বদলে যায়। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ ছিল ১০ দলের রাউন রবিন ফরম্যাটে। এই বিশ্বকাপে সাকিব ছিলেন অতিমানবীয় ফর্মে। ব্যাটিংয়ে ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন ৬০৬ রান। যে ৮ ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল, তার মধ্যে ৭ টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান-যে তিন ম্যাচ বাংলাদেশ জিতেছিল, সবগুলোতেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ১১৯ বলে ১২১ রানের ইনিংসটাই ছিল সাকিবের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাকিব। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ভারত, পাকিস্তান-পাঁচ ম্যাচেই করেছেন ফিফটি। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। বোলিংয়ে এই বিশ্বকাপে ৫.৩৯ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
২০১৯ বিশ্বকাপের মতো ১০ দল ও রাউন্ড রবিন ফরম্যাটে হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ভারতের মাঠে হওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব। এশিয়ান কন্ডিশনে হওয়ায় সাকিবের থেকে ভক্ত সমর্থকদের প্রত্যাশা একটু বেশি ছিল। তবে ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারেননি বাংলাদেশের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। দলেরও পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে হতাশাজনক বিশ্বকাপ সাকিব কিছুটা হলেও স্মরণীয় করে রেখেছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় করেছেন ৮২ রান। যা এবারের বিশ্বকাপে তাঁর প্রথম ফিফটি। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। বাংলাদেশের ৩ উইকেটের জয়ে বিশ্বকাপে নিজের প্রথম ও শেষ দুই ম্যাচেই জয় পেয়েছেন সাকিব।
২০০৭ থেকে ২০২৩-৫ বিশ্বকাপ খেলে ৩৬ ম্যাচে ৪১.৬২ গড় ও ৮২.২৭ স্ট্রাইক রেটে করেছেন ১৩৩২ রান। বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডে শচীন টেন্ডুলকার (২১), বিরাট কোহলির (১৪) পরেই আছেন সাকিব। আর বোলিংয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে ৫.১৪ ইকোনমিতে নিয়েছেন ৪৩ উইকেট। স্পিনারদের মধ্যে বিশ্বকাপে সাকিবের ওপরে শুধুই আছেন ৬৮ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২০ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে