ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে