টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই সংস্করণের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৩ এর ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ এর ফাইনাল হবে লর্ডসে। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু নিশ্চিত করে খুব আনন্দিত বোধ করছেন। তিনি বলেছেন, ‘ওভালে আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পেরে আমরা খুব আনন্দিত, যেখানে ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস এবং সুন্দর পরিবেশ আছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে আয়োজনের জন্য উপযুক্ত। এরপর ২০২৫ ফাইনাল হবে লর্ডসে। যেখানে টেস্ট খেলার জন্য দারুণ পরিবেশ পাওয়া যাবে।’
গত বছর প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড। এ ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘সাউদাম্পটনে গত বছরের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটা দারুণ ছিল। আমি নিশ্চিত পুরো বিশ্বের ভক্তরা ওভালে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে মুখিয়ে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য আইসিসির পক্ষ থেকে আমি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ধন্যবাদ জানাচ্ছি।’
এমসিসি’র প্রধান নির্বাহী এবং সচিব গায় ল্যাভেন্ডার বলেন, ‘লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হবে দেখে আমরা খুবই আনন্দিত। এটা দারুণ খবর যে, লন্ডনেই পরবর্তী দুটি ফাইনাল আয়োজন করতে আইসিসি রাজি হয়েছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই সংস্করণের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৩ এর ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ এর ফাইনাল হবে লর্ডসে। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু নিশ্চিত করে খুব আনন্দিত বোধ করছেন। তিনি বলেছেন, ‘ওভালে আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পেরে আমরা খুব আনন্দিত, যেখানে ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস এবং সুন্দর পরিবেশ আছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে আয়োজনের জন্য উপযুক্ত। এরপর ২০২৫ ফাইনাল হবে লর্ডসে। যেখানে টেস্ট খেলার জন্য দারুণ পরিবেশ পাওয়া যাবে।’
গত বছর প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড। এ ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘সাউদাম্পটনে গত বছরের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটা দারুণ ছিল। আমি নিশ্চিত পুরো বিশ্বের ভক্তরা ওভালে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে মুখিয়ে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য আইসিসির পক্ষ থেকে আমি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ধন্যবাদ জানাচ্ছি।’
এমসিসি’র প্রধান নির্বাহী এবং সচিব গায় ল্যাভেন্ডার বলেন, ‘লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হবে দেখে আমরা খুবই আনন্দিত। এটা দারুণ খবর যে, লন্ডনেই পরবর্তী দুটি ফাইনাল আয়োজন করতে আইসিসি রাজি হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে