ক্রীড়া ডেস্ক
ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।
ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে