ক্রীড়া ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচে বাদ পড়লেন ইংল্যান্ডের দুই পেসার।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ আজ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই টেস্টে। তাঁর সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। ইংল্যান্ডের এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন আগস্ট-সেপ্টেম্বরে। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
স্টোকস-পটস ফেরায় বাদ পড়েছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।
মুলতানে সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্টে অভিষেক হয় ব্রাইডন কার্সের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নেন কার্স। ইংল্যান্ডের এই পেসার আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও।
স্টোকস ফেরায় স্বাভাবিকভাবেই নেতৃত্বে নেই ওলি পোপ। দ্বিতীয় টেস্টে পোপ খেলবেন ব্যাটার হিসেবে। উদ্বোধনী জুটি গড়বেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তিন ও চারে নামবেন পোপ ও জো রুট। মিডল অর্ডারে স্টোকসের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন স্মিথ। ব্রুক সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিন আক্রমণে থাকছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। এই টেস্টে ইংল্যান্ডের দুই পেসার পটস ও কার্স। মুলতানে সিরিজের প্রথম টেস্টে লিচ নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন লিচ।
তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। অফফর্মে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে ‘বিশ্রামের’ মোড়কে বাদ দেওয়া হয়েছে। নাসিমকেও বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি বলেছে বিশ্রাম। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আবরার আহমেদও বাদ পড়েছেন সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস, শোয়েব বশির
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচে বাদ পড়লেন ইংল্যান্ডের দুই পেসার।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ আজ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই টেস্টে। তাঁর সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। ইংল্যান্ডের এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন আগস্ট-সেপ্টেম্বরে। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
স্টোকস-পটস ফেরায় বাদ পড়েছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।
মুলতানে সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্টে অভিষেক হয় ব্রাইডন কার্সের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নেন কার্স। ইংল্যান্ডের এই পেসার আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও।
স্টোকস ফেরায় স্বাভাবিকভাবেই নেতৃত্বে নেই ওলি পোপ। দ্বিতীয় টেস্টে পোপ খেলবেন ব্যাটার হিসেবে। উদ্বোধনী জুটি গড়বেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তিন ও চারে নামবেন পোপ ও জো রুট। মিডল অর্ডারে স্টোকসের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন স্মিথ। ব্রুক সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিন আক্রমণে থাকছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। এই টেস্টে ইংল্যান্ডের দুই পেসার পটস ও কার্স। মুলতানে সিরিজের প্রথম টেস্টে লিচ নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন লিচ।
তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। অফফর্মে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে ‘বিশ্রামের’ মোড়কে বাদ দেওয়া হয়েছে। নাসিমকেও বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি বলেছে বিশ্রাম। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আবরার আহমেদও বাদ পড়েছেন সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস, শোয়েব বশির
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে