নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে