ব্যাটারদের বাঁদর নাচ দেখতে পছন্দ করতেন শোয়েব

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২২, ১৬: ০১

ক্যারিয়ারজুড়ে গতির সঙ্গে কখনো আপস করেননি শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটিও বেরিয়েছিল এই পাকিস্তান ফাস্ট বোলারের হাত থেকেই। কেন এত জোরে বল করতেন শোয়েব আখতার? এর কারণ জানাতে তিনি বলেন, ২২ গজে ব্যাটারদের বাঁদর নাচ দেখতে তিনি পছন্দ করতেন। 

গতির সঙ্গে ভয়ংকর বাউন্সার ছুড়তেন শোয়েব। তার বাউন্সে চোট পাওয়ার ভুরিভুরি উদাহরণও আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘বাউন্সার সামলাতে গিয়ে বাঁদরের মতো লাফাত ব্যাটাররা। সেটা দেখে খুব মজা পেতাম। মিথ্যা কথা বলব না, আমি ব্যাটারদের মাথায় বল মারতে চাইতাম। নইলে ফাস্ট বোলার হয়ে কী লাভ?’

গতিই ছিল শোয়েবের বোলিংয়ের মূল অস্ত্র। তাই এই গতি দিয়েই ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াতে চাইতেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। নিয়ন্ত্রিত লাইন-লেংথের চাইতে গতি দিয়ে ব্যাটারদের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই ছিল শোয়েবের লক্ষ্য, ‘আমাকে দেখে ব্যাটাররা ভয় পাক, সেটাই চাইতাম। অত দূর থেকে দৌড়ে এসে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে কি ব্যাটারের পায়ের কাছে বল করব? গায়েই তো মারব। যেখানে লাগবে সেখানে ফুলে যাবে। পরে যখন সেই ব্যাটার আয়নায় নিজেকে দেখবে, তখন আমার মুখটা মনে পড়বে ওর।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত