ক্রীড়া ডেস্ক
আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দিন আগে বিরল এক কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বোলার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠার। তাঁর আগে ব্যাটার এবং অলরাউন্ডারে এমন রেকর্ড থাকলেও বোলারদের ছিল না।
রেকর্ডটা গড়ে ক্রিকেটের তিন বিভাগে সেই চক্র পূরণ করেছেন ভারতীয় পেসার বুমরা। তাঁর কীর্তির রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বিরল রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়।
এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে।
টেস্টের শততম ম্যাচে আরও বড় কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১০ম ব্যাটার হিসেবে স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান তিনি। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
বিশ্বের আর কোনো খেলোয়াড়ের তিন সংস্করণের শততম ম্যাচে ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করার রেকর্ড নেই। থাকবে কেমনে? তিন সংস্করণে ১০০ করে ম্যাচ খেলার ব্যাটারই যে মাত্র তিনজন। সর্বপ্রথম সব সংস্করণে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। আর দ্বিতীয় ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
টেলর ওয়ানডের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৪, দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসের মতো ঠিক একই রকম শততম ওয়ানডের দিন ব্যাটিংয়ে নামতে পারেননি। আর টি-টোয়েন্টির শততম ম্যাচে করেছিলেন ৫৩ রান। অন্যদিকে কোহলি টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। ওয়ানডে করেছেন ২২ রান। টি-টোয়েন্টির দিন করেছিলেন ৩৫ রান।
আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দিন আগে বিরল এক কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বোলার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠার। তাঁর আগে ব্যাটার এবং অলরাউন্ডারে এমন রেকর্ড থাকলেও বোলারদের ছিল না।
রেকর্ডটা গড়ে ক্রিকেটের তিন বিভাগে সেই চক্র পূরণ করেছেন ভারতীয় পেসার বুমরা। তাঁর কীর্তির রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বিরল রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়।
এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে।
টেস্টের শততম ম্যাচে আরও বড় কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১০ম ব্যাটার হিসেবে স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান তিনি। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
বিশ্বের আর কোনো খেলোয়াড়ের তিন সংস্করণের শততম ম্যাচে ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করার রেকর্ড নেই। থাকবে কেমনে? তিন সংস্করণে ১০০ করে ম্যাচ খেলার ব্যাটারই যে মাত্র তিনজন। সর্বপ্রথম সব সংস্করণে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। আর দ্বিতীয় ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
টেলর ওয়ানডের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৪, দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসের মতো ঠিক একই রকম শততম ওয়ানডের দিন ব্যাটিংয়ে নামতে পারেননি। আর টি-টোয়েন্টির শততম ম্যাচে করেছিলেন ৫৩ রান। অন্যদিকে কোহলি টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। ওয়ানডে করেছেন ২২ রান। টি-টোয়েন্টির দিন করেছিলেন ৩৫ রান।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৩ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে