ক্রীড়া ডেস্ক
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে