ক্রীড়া ডেস্ক
৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে