ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে জেপি ডুমিনি অবসরে গেছেন ২০১৯ সালে। তবে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? আবুধাবিতে গত রাতে হঠাৎই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ফিল্ডিংয়ে নেমে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
একাদশে নাম থাকা দূরে থাক, স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই ডুমিনি। কারণ এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে তিনি। তবে আবুধাবিতে তীব্র গরমে যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ক্লান্ত, তখন শিষ্যদের কষ্ট যে সহ্য করতে পারেননি ডুমিনি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ে নামেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আদিলে ফেহলুকায়োকে রিভার্স সুইপ করেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টপ এজ হওয়া বল হঠাৎই শর্ট থার্ড ম্যানের সামনে বাজে বাউন্স করে। ডুমিনি ক্ষিপ্রতার সঙ্গে সেই বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়েছেন।
বদলি ফিল্ডার হিসেবে নেমে পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরার সুযোগ পেলেন ডুমিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পর জার্সির কলার উঁচিয়ে ধরেন তিনি। ভক্ত-সমর্থকদের যেন বোঝাতে চাইলেন, বয়স ৪০ হলেও এখনো সেই আগের ডুমিনি আছেন। যেভাবে অবসর ভাঙার হিড়িক চলছে, তাতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিতই যেন দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। তবে ডুমিনির হঠাৎ করে ফিল্ডিংয়ে নামার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৮৪ রান করেছে। রান তাড়া করতে নেমে ২১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের তখনো বাকি ২৩ বল।
৬৯ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ-সেরা হয়েছেন দলপতি পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন তিনি। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস হয়েছেন সিরিজ-সেরা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রথম দুই ওয়ানডেতে আয়ারল্যান্ড হেরেছিল ১৩৯ ও ১৭৪ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে আয়ারল্যান্ড, যার মধ্যে রয়েছে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১৩ জুন ডাবলিনের ম্যালাহাইডে ওয়ানডেতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে একমাত্র জয় প্রোটিয়ারা পেয়েছে এ বছরের ২৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আইরিশরা ১০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে জেপি ডুমিনি অবসরে গেছেন ২০১৯ সালে। তবে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? আবুধাবিতে গত রাতে হঠাৎই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ফিল্ডিংয়ে নেমে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
একাদশে নাম থাকা দূরে থাক, স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই ডুমিনি। কারণ এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে তিনি। তবে আবুধাবিতে তীব্র গরমে যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ক্লান্ত, তখন শিষ্যদের কষ্ট যে সহ্য করতে পারেননি ডুমিনি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ে নামেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আদিলে ফেহলুকায়োকে রিভার্স সুইপ করেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টপ এজ হওয়া বল হঠাৎই শর্ট থার্ড ম্যানের সামনে বাজে বাউন্স করে। ডুমিনি ক্ষিপ্রতার সঙ্গে সেই বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়েছেন।
বদলি ফিল্ডার হিসেবে নেমে পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরার সুযোগ পেলেন ডুমিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পর জার্সির কলার উঁচিয়ে ধরেন তিনি। ভক্ত-সমর্থকদের যেন বোঝাতে চাইলেন, বয়স ৪০ হলেও এখনো সেই আগের ডুমিনি আছেন। যেভাবে অবসর ভাঙার হিড়িক চলছে, তাতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিতই যেন দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। তবে ডুমিনির হঠাৎ করে ফিল্ডিংয়ে নামার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৮৪ রান করেছে। রান তাড়া করতে নেমে ২১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের তখনো বাকি ২৩ বল।
৬৯ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ-সেরা হয়েছেন দলপতি পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন তিনি। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস হয়েছেন সিরিজ-সেরা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রথম দুই ওয়ানডেতে আয়ারল্যান্ড হেরেছিল ১৩৯ ও ১৭৪ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে আয়ারল্যান্ড, যার মধ্যে রয়েছে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১৩ জুন ডাবলিনের ম্যালাহাইডে ওয়ানডেতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে একমাত্র জয় প্রোটিয়ারা পেয়েছে এ বছরের ২৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আইরিশরা ১০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে