ক্রীড়া ডেস্ক
টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:
টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১৪ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৩৫ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে