ক্রীড়া ডেস্ক
শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’
শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৪ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে