ক্রীড়া ডেস্ক
শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।
শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে