নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের তালিকায় এরই মধ্যে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। আজ শারজায় রওনা দেওয়ার আগে তাসকিনও বলে গেলেন, বিসিবি চাইলে তিনি অধিনায়ক হতে প্রস্তুত।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে আজ তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’
তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’
আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দলের একাংশ আজ রওনা দিয়েছে। এই ভাগে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সৌম্য সরকার, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন। দলের বাকি ক্রিকেটাররা আগামীকাল একই সময়ে আমিরাতগামী ফ্লাইট ধরবেন। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয়টি ৯ নভেম্বর, তৃতীয়টি ১১ নভেম্বর।
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের তালিকায় এরই মধ্যে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। আজ শারজায় রওনা দেওয়ার আগে তাসকিনও বলে গেলেন, বিসিবি চাইলে তিনি অধিনায়ক হতে প্রস্তুত।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে আজ তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’
তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’
আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দলের একাংশ আজ রওনা দিয়েছে। এই ভাগে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সৌম্য সরকার, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন। দলের বাকি ক্রিকেটাররা আগামীকাল একই সময়ে আমিরাতগামী ফ্লাইট ধরবেন। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয়টি ৯ নভেম্বর, তৃতীয়টি ১১ নভেম্বর।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে