ক্রীড়া ডেস্ক
কেউ কেউ আফগানিস্তানকে ‘দৈত্য ঘাতক’ হিসেবে দেখেছিলেন। ভাবা হয়েছিল, তারা সেমিফাইনালে উঠতে পারবে না, কিন্তু অন্যের শেষ চারে উত্তরণের পথে বিছিয়ে দেবে কাঁটা। প্রথম দুই ম্যাচে সেই রূপ দেখাতে পারেনি আফগানরা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে না বোলিং, না ব্যাটিং—কোনো বিভাগেই ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি তারা। তাই আজ দিল্লিতে আরেক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘পয়েন্ট ব্যাংক’ হিসেবেই দেখা হচ্ছে আফগানিস্তানকে।
এদিক থেকে আজকের লড়াইটি আফগানিস্তানের জন্য স্রেফ আরেকটি ম্যাচ। কিন্তু আফগান কোচ জোনাথন ট্রটের জন্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের প্রতিনিধিত্ব করেছেন, এই ম্যাচে সেই ইংল্যান্ডকেই পাচ্ছেন ট্রট। তাই আজকের ম্যাচটি আফগানিস্তানের ইংলিশ কোচের জন্য সাবেক দলের সঙ্গে পুনর্মিলনীর।
তবে এ নিয়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ আছে কি ট্রটের? ২০১৫ বিশ্বকাপে সেই কবে একবার তারা স্কটিশদের হারিয়েছিল, তারপর থেকে আইসিসির এই মেগা ইভেন্টে হেরেই চলেছে। আজ হারলে সেটি হবে বিশ্বকাপে আফগানদের টানা ১৫তম হার! অথচ টুর্নামেন্ট শুরুর আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি গর্ব করে বলেছিলেন, ভারত তাঁদের ‘হোম গ্রাউন্ড’। আর আইপিএল অভিজ্ঞতার সুবাদে রশিদ খান, মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি, নূর আহমেদরাই তাঁর দলের বড় শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচে সেই শক্তি প্রদর্শনে তাঁরা ব্যর্থ। আজ ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে আফগানিস্তানের আইপিএল তারকাদেরই জ্বলে উঠতে হবে।
কেউ কেউ আফগানিস্তানকে ‘দৈত্য ঘাতক’ হিসেবে দেখেছিলেন। ভাবা হয়েছিল, তারা সেমিফাইনালে উঠতে পারবে না, কিন্তু অন্যের শেষ চারে উত্তরণের পথে বিছিয়ে দেবে কাঁটা। প্রথম দুই ম্যাচে সেই রূপ দেখাতে পারেনি আফগানরা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে না বোলিং, না ব্যাটিং—কোনো বিভাগেই ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি তারা। তাই আজ দিল্লিতে আরেক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘পয়েন্ট ব্যাংক’ হিসেবেই দেখা হচ্ছে আফগানিস্তানকে।
এদিক থেকে আজকের লড়াইটি আফগানিস্তানের জন্য স্রেফ আরেকটি ম্যাচ। কিন্তু আফগান কোচ জোনাথন ট্রটের জন্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের প্রতিনিধিত্ব করেছেন, এই ম্যাচে সেই ইংল্যান্ডকেই পাচ্ছেন ট্রট। তাই আজকের ম্যাচটি আফগানিস্তানের ইংলিশ কোচের জন্য সাবেক দলের সঙ্গে পুনর্মিলনীর।
তবে এ নিয়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ আছে কি ট্রটের? ২০১৫ বিশ্বকাপে সেই কবে একবার তারা স্কটিশদের হারিয়েছিল, তারপর থেকে আইসিসির এই মেগা ইভেন্টে হেরেই চলেছে। আজ হারলে সেটি হবে বিশ্বকাপে আফগানদের টানা ১৫তম হার! অথচ টুর্নামেন্ট শুরুর আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি গর্ব করে বলেছিলেন, ভারত তাঁদের ‘হোম গ্রাউন্ড’। আর আইপিএল অভিজ্ঞতার সুবাদে রশিদ খান, মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি, নূর আহমেদরাই তাঁর দলের বড় শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচে সেই শক্তি প্রদর্শনে তাঁরা ব্যর্থ। আজ ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে আফগানিস্তানের আইপিএল তারকাদেরই জ্বলে উঠতে হবে।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১৩ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩৯ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে